বাচ্চাকে আনন্দে রাখতে নাচছেন নার্স। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
তিন বছরের ছোট্ট মেয়ে। এইটুকু বয়সেই ক্যানসারের থাবায় বিদ্ধ সে। চিকিৎসার জন্য তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। কিন্তু সেখানে বাচ্চাটিকে আনন্দে রাখার জন্য নিজেদের উজাড় করে দিচ্ছেন নার্সরা। বাচ্চাটির মুখে হাসি ফোটাতে এক নার্সকে দেখা যাচ্ছে তাঁর বেডের সামনে নাচ করতে। সেই ভিডিয়ো নিয়েই এখন মেতেছেন নেটিজেনরা।
এই ঘটনা সম্প্রতি ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলিনার সালেম-উইনস্টন শহরে। সেখানকার ব্রেনের ইয়ংস্টারস হাসপাতালে ভর্তি রয়েছে তিন বছরের বাচ্চা মেয়ে পার্ল মনরো। গত সপ্তাহে ধরা পড়েছে লিউকেমিয়াতে আক্রান্ত সে। মনরোকে আনন্দে রাখতেই তার কেবিনে নেচেছেন ওই হাসপাতালের নার্স মার্সিয়া লাভ বোয়েনস। ক্রিসমাস উদ্যাপনের বিখ্যাত গান ‘দ্য জিঙ্গেল বেল রক’-এ নাচতে দেখা যাচ্ছে মার্সিয়াকে। নিজের ফোনেই সেই গান চালিয়েছিলেন তিনি।
এই ঘটনার ভিডিয়োটি করেছেন মনরোর বাবা চ্যাড তুকের। সেই ভিডিয়ো আপলোড হতেই ভাইরাল। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: ‘রাতে অক্সিজেন তৈরি করে গাছ’, পাক প্রধানমন্ত্রীর বক্তব্যে হাসির রোল নেটদুনিয়ায়
আরও পড়ুন: ১০ কোটি টাকায় কিনেছিলেন গেমের চরিত্র, বন্ধু বেচে দিল ৪০ হাজারে!