Salman Khan

নির্ভীক মানুষ ভাইজান, মস্তান নন! হঠাৎ সলমনকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন অর্জুন?

বন্ধু হিসাবে যেমন সবার আগে ঝাঁপিয়ে পড়েন। শত্রুতাও নাকি ভালই করতে জানেন ভাইজান। তাঁকে চটালে তিনি ছেড়ে কথা বলেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২০:২৯
Share:

সলমন খানকে নিয়ে কী মতামত অর্জুন কপূরের? ছবি: সংগৃহীত।

একটা সময়ে কোনও কিছুর তোয়াক্কা করতেন না সলমন খান। তাঁর সঙ্গে কেউ কোনও ঝামেলায় জড়াতেই ভয় পেতেন। বন্ধু হিসাবে যেমন সবার বিপদে ঝাঁপিয়ে পড়েন। শত্রুতাও নাকি ভালই করতে জানেন ভাইজান। সলমনকে চটালে তিনি ছেড়ে কথা বলেন না। এমনকি শুধু মুখের কথায়ও কাউকে শায়েস্তা করতে নাকি তিনি সিদ্ধহস্ত। এমন অনেক কাহিনিই কথিত রয়েছে বলিউডের ভাইজানকে নিয়ে। তবে সবটা মানতে নারাজ অর্জুন কপূর।

Advertisement

অর্জুন মনে করেন, মানুষ হিসাবে সলমন খুবই আন্তরিক। বলিউডে অনেকেই সলমনকে ‘মস্তান’ও বলেন। কিন্তু অর্জুন একেবারেই সমর্থন করেন না। তাঁর কথায়, “মানুষটার মধ্যে সত্যিই আন্তরিকতা রয়েছে। তবে হ্যাঁ, প্রথম বা দ্বিতীয় সাক্ষাতে সেটা না-ও মনে হতে পারে। কিন্তু সেই আন্তরিকতা আপনাকেই আদায় করে নিতে হবে। একটু সময় দিতে হবে।” সলমনের সম্পর্কে অর্জুনের মতামত, “সারা বিশ্বে সবচেয়ে নির্ভীক মানুষ সলমন। আমি কখনও দেখিনি ওঁকে নিজের উপর থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে। কোনও পরিবর্তন হয়নি ওঁর। একই রকম রয়ে গিয়েছেন তিনি। তিনি কিন্তু খুব শক্তিশালী মনের মানুষ।”

ক্যামেরার পিছনে থাকার পরিকল্পনাই ছিল অর্জুনের। সলমনের সঙ্গে যখন অর্জুনের প্রথম দেখা, তখন অর্জুন সহ-পরিচালক হিসাবে কাজ করছেন। অর্জুনকে দেখেই সলমন ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছিলেন। তার পরেই ওজন ঝরানো শুরু করেন অর্জুন।

Advertisement

২০১২ সালে অর্জুনের প্রথম অভিনয়। ‘ইশকজ়াদে’ ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন অভিনেতা। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘সিংহম আগেন’ ছবিতে। এই ছবিতে খলচরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement