UK

ঘরবন্দি মানুষ, পার্কে বাচ্চাদের দোলনায় চড়ছে ভেড়ার পাল

মানুষের ভিড়ে যখন পার্কে ঢোকার কথা ভাবতেও পারে না যে প্রাণীরা তারাই এখন পার্কের বাচ্চাদের দোলনায় দোল খাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ১৯:১০
Share:

পার্কে খেলা করছে ভেড়ার পাল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

লকডাউন এর জেরে ঘরবন্দি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এর জেরে ফাঁকা রাস্তাঘাটে শান্তিতে বিচরণ করে বেড়াতে পারছে বিভিন্ন প্রাণীরা। ভারতের বিভিন্ন জায়গায় যেমন দেখা যাচ্ছে, তেমনি দেখা যাচ্ছে ব্রিটেনেও। আর মানুষের ভিড়ে যখন পার্কে ঢোকার কথা ভাবতেও পারে না যে প্রাণীরা তারাই এখন পার্কের বাচ্চাদের দোলনায় দোল খাচ্ছে। এ রকমই একটি ভিডিয়ো নিয়ে ইদানীং মেতেছে সোশ্যাল মিডিয়া।

ব্রিটেনের প্রিস্টনের বাসিন্দা ডেবি উইলিয়াম সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। আড়াই হাজার লাইক এর পাশাপাশি সেই ভিডিয়ো ইতিমধ্যে দেখে ফেলেছেন চার লক্ষের কাছাকাছি ইউজার।

সেই ভিডিয়োতে ফুটে উঠেছে পার্কের দৃশ্য। যেখানে লক ডাউন এর সময় নেই কোন মানুষ। কিন্তু সেখানে দাপিয়ে বেড়াচ্ছে ভেড়ার পাল। পার্কে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন রকম দোলনায় উঠে পড়ছে তারা। তারপর সেই বাচ্চাদের দোলনার খেলার মজা নিচ্ছে। এই দৃশ্যই দেখেই মজা পাচ্ছেন ঘরবন্দি নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: কার্ফুর জন্য বন্ধ রোজগার, ঘর ভাড়া মেটাতে হন্যে হয়ে গ্রাহক খুঁজছেন যৌনকর্মীরা

আরও পড়ুন: বিশ্বে করোনা-আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছুঁইছুঁই, মৃত ৭০ হাজারেরও বেশি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement