বাঁদরকে গিলে খাচ্ছে কোমোডো ড্রাগন। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।
কোমোডো ড্রাগন। বিশ্বের ভীষণ দর্শন সরীসৃপ গুলির মধ্যে অন্যতম। লম্বায়তিন মিটারের কাছাকাছি এই সরীসৃপটির ওজন হয় প্রায় ৭০ কেজি পর্যন্ত। বিশালাকার এই দেহ নিয়ে জঙ্গলের অন্য প্রাণীদেরকে রীতিমতো দমিয়ে রাখে এরা। পাখি, স্তন্যপায়ী সব ধরনের প্রাণীকেই নিজের খাদ্য বানিয়ে নেয় এরা।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি কী ভাবে একটি জ্যন্ত বাঁদরকে গিয়ে খাচ্ছে এই ড্রাগন। অত বড় একটি বাঁদরকে এই প্রাণী যে ভাবে গিলে খাচ্ছে দেখে মনে হচ্ছে নুডলস খাচ্ছে। পাঁচ থেকে ছ’টি গ্রাসে আস্ত বাঁদরটিকে গিলে খেয়ে নিল সে।
এই কোমোডো ড্রাগনের আদি বাস ইন্দোনেশিয়ায়। এদের জন্য বনের হরিণ থেকে শূকর সবাই বেশ ভয়ে ভয়েই থাকে। এরা প্রতি ঘণ্টায় ১৫ মাইল বেগে ছুটতে পারে। এদের লালায় প্রায় ৫০ রকমের ব্যক্টেরিয়া থাকে।
আরও পড়ুন: বাস্তবের ‘গালি বয়’কে চেনেন? ঢাকার বস্তি থেকে উঠে এখন বাংলা র্যাপের ধামাকা