মাছ খেতে ডাঙায় ছুটে আসছে কুমির। ছবি ফেসবুক ভিডিয়ো থেকে নেওয়া।
নদীতে মাছ ধরতে গিয়েছিলেন দুই ব্যক্তি। সেখানে তাঁদের বড়শিতে মাছ ধরাও পড়েছিল। সেই মাছ জল থেকে পাড়ে তুলে আনলেন তিনি। আর মাছ দেখে জল থেকে পাড়ের দিতে আসতে লাগল একটি কুমির। তা দেখে ওই দুই ব্যক্তিও পিছিয়ে যেতে লাগলেন। তখন কুমিরটি আরও দ্রুত বেগে ধাওয়া শুরু করল বড়শিতে আটকানো মাছ খাওয়ার জন্য। এর পর এক কামড়ে মুখে পুরে নিল মাছটিকে। আর তা দেখে মাছ ধরতে আসা ওই দুই ব্যক্তি তত ক্ষণে বড়শি ছেড়ে পালিয়েছেন।
সম্প্রতি এই ঘটনার ভিডিয়ো ‘টুরিজম টপ এন্ড’ নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। গত সপ্তাহে শেয়ার হওয়া এই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১১ লক্ষের বেশি ইউজার।
সেই পোস্টের তথ্য অনুসারে, ঘটনাটি অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কের কাহিল ক্রসিংয়ের। সেখানকার নদীতে মাছ ধরতে গিয়েই এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন ওই দুই ব্যক্তি। সেখানকার এক সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ার কাহিল ক্রসিং কুমিরদের জন্য কুখ্যাত। দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: জনসভায় মোদীর সমালোচনা করার সময় ইলেকট্রিক শক খেলেন পাক মন্ত্রী! দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: সিঙ্গলদের সঙ্গী খুঁজে দিতে ট্রেনে করে ঘুরতে পাঠালো চিন!