গাড়ির উপর উড়ে আসছে বরফের চাদর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
হাইওয়ে দিয়ে ছুটে চলেছে লরি ও গাড়ি। সেই হাইওয়ে দিয়ে কাজ সেরে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন লরা স্মিথ। রাস্তা দিয়ে যাওয়ার পথে সামনের লরি থেকে বিশাল বরফের টুকরো উড়ে এসে পড়ে তাঁর গাড়ির সমানের কাচে। সেই ঘটনার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। আর সেই ঘটনার কথা মনে পড়লই শিউরে উঠছেন লরা।
আইস শিট উড়ে এসে পড়ার এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে ব্রিটেনের ওয়ারউইকশায়ারে। কভেন্ট্রি হাসপাতালের নার্স লরা কাজ থেকে বাড়ি ফিরছিলেন। তখনই রাস্তায় লরি থেকে আইস শিট উড়ে এসে পড়ে তাঁর গাড়িতে। বড়সড় বরফের টুকরো পড়লেও মারাত্মক আঘাত এড়াতে সক্ষম হয়েছেন তিনি। তবে তাঁর গাড়ির বেশ ক্ষতি হয়েছে।
দুর্ঘটনার পর পুলিশ বাড়ি পৌঁছে দিয়ে আসেন লরাকে। সে দিনের কথা মনে করে লরা সে দেশের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমি খুব ভাগ্যবান যে বেঁচে গিয়েছি। গাড়ি চালাতে গিয়ে বরফের টুকরো পড়ে যাওয়ার সময় প্রচণ্ড ভয় পেয়েছিলাম।’’ দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: মন্দিরের ভিতরে যৌনতা, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার মহিলা