Viral Video

করোনার ঢাল ছাতা! চুল কাটার এই ভঙ্গিতে মাতল নেটদুনিয়া

তাঁর উদ্ভাবনী কৌশলের ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা

আমস্টারডাম শেষ আপডেট: ২৭ মার্চ ২০২০ ১৫:৩৫
Share:

ছাতা যখন ‘ঢাল’। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাস সংক্রমণ রুখতে স‌োশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার কথা বলা হচ্ছে। কিন্তু এক মিটার দূরত্ব বজায় রেখে তো আর চুল কাটা সম্ভব নয়। এই পরিস্থিতিতে চুল কাটার জন্য অভিনব উপায় বের করেছেন নেদারল্যান্ডের এক হেয়ারড্রেসার। তাঁর উদ্ভাবনী কৌশলের ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

Advertisement

নেদারল্যান্ডের ওসে রয়েছে বেলা রোজ সালোঁ। করোনার আবহেও খোলা রয়েছে সেটি। কিন্তু সেখানকার হেয়ারড্রেসার করোনাভাইরাস থেকে বাঁচতে ঢাল হিসাবে ব্যবহার করছেন ছাতাকে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুখের সামনে একটি ছাতা বেঁধে নিয়েছেন ওই হেয়ারড্রেসার। সেই ছাতার মধ্যে করা হয়েছে চারটি ফুটো। দু’টি বড় ফুটো দিয়ে দু’হাত বের করে চুল কাটছেন। উপরের দু’টো ফুটো দিয়ে দেখছেন তিনি।

ছাতার আড়াল থেকে চুল কাটার এই ভিডিয়ো ফেসবুকে আপলোড করার পর থেকে দেখা হয়েছে প্রায় ২৯ লক্ষ বার। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: লকডাউন অফার! প্রিমিয়াম কনটেন্ট বিনামূল্যে দেখা যাবে পর্নহাবে

আরও পড়ুন: করোনার জেরে শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসই নয়, গাঁজার চাহিদাও তুঙ্গে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement