মাছেদের ফুটবল ম্যাচ। ছবি: টুইটার থেকে নেওয়া।
পশু পাখিদের সঙ্গে মানুষের, অথবা তাদের নিজেদের মধ্যে বল নিয়ে খেলার নানান ভিডিয়ো মাঝে মধ্যেই সামনে আসে। কিন্তু যে ভাবে একদল মাছ ফুটবল খেলছে তা মনে হয় আগে দেখা যায়নি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বল নিয়ে গোলের দিকে এগিয়ে যাচ্ছে মাছেরা।
ভিডিয়োটি যে টুইটার হ্যান্ডলে পোস্ট হয়েছে, সেখানে সোশ্যাল মিডিয়া রেডিট-এর একটি লিঙ্ক পোস্ট করা হয়েছে। সম্ভবত ভিডিয়োটি সেখান থেকেই সংগ্রহ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অ্যাকোয়ারিয়ামের মেঝেকে ফুটবল মাঠের মতো করে সাজানো হয়েছে। সেখানে মাঝ মাঠের দাগ, সেন্টার সার্কল, পেনাল্টি এরিয়া সব এঁকে দেওয়া হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, দুই প্রান্তে দু’টি গোলপোস্টও বসিয়ে দিয়েছেন আয়োজকরা।
৩১ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, অ্যাকোয়ারিয়ামটিতে একদল মাছ একটি ছোট ফুটবল নিয়ে খেলা করছে। এমনকি তারা বলটিকে ঠেলতে ঠেলতে গোল পোস্টেও ঢুকিয়ে দেয়। ভিডিয়োটি একটি ক্যামেরায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরা হয়েছে।
আরও পড়ুন: বাড়ির প্রিয় সদস্যদের নরম কংক্রিটের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে গেলেন দম্পতি, কেন জানেন?
ম্যাচের স্কোর শেষ পর্যন্ত কত হল, তা জানা যায়নি। আর এই মাছগুলিকে এভাবে ফুটবল খেলার কোচিং কে দিলেন তা-ও জানানো হয়নি পোস্টে। তবে তার জন্য ভিডিয়োটি ভাইরাল হতে কোনও সমস্যা হয়নি। ২৮ ফেব্রুয়ারি পোস্ট হওয়া ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় এক লাখ ৬৩ হাজার ভিউ পেয়েছে।
আরও পড়ুন: এয়ার স্ট্রাইকের এক বছর পর সামনে এল অভিনন্দনের ‘ফ্যান্টাস্টিক চা’ওয়ালার পরিচয়
দেখুুন সেই ভিডিয়ো: