অক্টোপাসের কবল থেকে উদ্ধার হল ঈগল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
আমেরিকার আমেরিকার ভ্যাঙ্কুবার দ্বীপ। সেখানকার জেলেরা নৌকা করে বেরিয়েছিলেন স্যামন মাছ ধরতে। মাছ ধরার সময় তাঁরা দেখতে পান, একটি ঈগলকে। জলে ঈগলকে ডুবতে দেখে তাঁরা নৌকা নিয়ে এগিয়ে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন, একটি অক্টোপাস তার শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে রয়েছে ঈগলটিকে। তা দেখে ঈগলটিকে বাঁচাতে উদ্যোগী হন। সাবধানে অক্টোপাসের শুঁড়ের প্যাঁচ থেকে ঈগলটিকে বের করে আনেন তাঁরা।
এই ঘটনার ভিডিয়ো করেছিলেন নৌকাতে থাকা জেলেদের মধ্যেই এক জন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
ভডিয়োয় দেখা যাচ্ছে, নৌকা থেকেই লাঠি দিয়ে কী ভাবে ঈগলকে অক্টোপাসের কবল থেকে বের করে আনছেন জেলেরা। শেষমেশ সেই কাজে সফল হন তাঁরা। কোনও আঘাত ছাড়াই ঈগলকে মুক্ত করেন। যদিও ঈগলটি অসুস্থ কি না, বা কী করে ঈগলটি অক্টোপাসের খপ্পরে পড়ল সে ব্যাপারে কিছু জানা যায়নি।
দেখুন ঈগলকে উদ্ধারের সেই ভিডিয়ো—
আরও পড়ুন: ‘ক্রীতদাসের দাম ঠিক কর’! পঞ্চম শ্রেণির ছাত্রকে এই ‘টাস্ক’ দিয়ে বিপাকে শিক্ষক
আরও পড়ুন: পড়ন্ত শিশুকে বাঁচিয়ে নেটদুনিয়ায় ‘নায়ক’ হলেন দোকানের ম্যানেজার