বরফ না জল? বলতে পারবেন? ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দূর থেকে দেখে মনে হচ্ছে পাথরের গা থেকে ঝুলছে বরফের সরু টুকরো। স্বচ্ছ সেই ‘টুকরো’ আশেপাশের জলের ধারার শোভা বাড়িয়ে দিচ্ছে বেশ কয়েক গুণ। কিন্তু তার কাছে গিয়ে হাত দিলেই বোঝা যাচ্ছে বরফের টুকরো নয়, সেটি জল। কিন্তু হাত সরিয়ে নিলেই মনে হচ্ছে বরফ। এ রকমই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তার পর বিষয়টি নিয়ে আগ্রহ জন্মেছে নেটিজেনদের মধ্যে।
‘ইউনিভার্সাল কিউরিওসিটি’ নামের এক টুইটার হ্যান্ডল থেকে ৫ ডিসেম্বর শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন দু’লক্ষের কাছাকাছি ইউজার। আপাতদৃষ্টিতে এটিকে অপটিক্যাল ইলিউশন মনে হলেও এই ঘটনার পিছনে রয়েছে বিজ্ঞান। পদার্থবিদ্যার ভাষায় একে বলে ল্যামিনার ফ্লো।
দু’টি সমান্তরলার তরলের ধারা ধীর গতিতে নেমে এলে এবং সেই তরলের সান্দ্রতা বেশি হলে এ ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: টিকটকের বিরুদ্ধে সরব আমেরিকার হিন্দু-মুসলিম সমকামী দম্পতি
আরও পড়ুন: রোজ ১২ কিমি পথ পেরিয়ে মেয়েদের স্কুলে নিয়ে যান বাবা, কারণ শুনে প্রশংসায় ভাসাল নেটদুনিয়ায়