বুর্জ খালিফার দিকে তাকিয়ে অপেক্ষা। ছবি: সোশ্য়াল মিডিয়া থেকে নেওয়।
শিশু জন্মের আগে তার লিঙ্গ নির্ধারণ ভারতে নিষিদ্ধ হলেও অনেক দেশে এখনও এর প্রচলন রয়েছে। এমনকি রীতিমতো পার্টি করে ঘোষণা করা হয়, গর্ভের সন্তান ছেলে না মেয়ে। এমনই এক জমকালো পার্টির ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, এটি নাকি বিশ্বের সব থেকে বড় ‘জেন্ডার রিভিল পার্টি’।
জেন্ডার রিভিল পার্টি বা গর্ভের সন্তানের লিঙ্গ ঘোষণার এমন অনুষ্ঠানের অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে। তবে আনাস মারওয়াহ নামে এক ইউটিউবার ও তাঁর স্ত্রী আসালা, তাঁদের গর্ভস্থ সন্তানের লিঙ্গ ঘোষণার এই অনুষ্ঠানকে অন্য স্তরে নিয়ে গেলেন। তাঁরা দুবাইয়ের বুর্জ খালিফা জুড়ে লিখে দিলেন, তাঁদের অনাগত সন্তান ছেলে না মেয়ে। আনাসের পরিবারে দ্বিতীয় সন্তানের জন্য এই জেন্ডার রিভিল পার্টির আয়োজন করা হয়েছিল।
আনাস তাঁর ইনস্টাগ্রাম ও টুইটারে পার্টির ভিডিয়ো আপলোড করেছেন। ইনস্টাগ্রামে মিনিট খানেকের ভিডিয়ো আপলোড করলেও ইউটিউবে প্রায় মিনিট পনেরোর ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বুর্জ খালিফার সামনে এক হোটেলে এসে উঠছেন তাঁরা। আনাসের স্ত্রী, প্রথম কন্যা সন্তান ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। তাঁরা সকাল থেকেই রাতের পার্টির প্রস্তুতি শুরু করে দেন, এমন কি সেই পার্টির ড্রেস রিহার্সালও চলে।।
আরও পড়ুন: বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীকে স্যালুট করল পুলিশ কুকুর, পাল্টা তিনি কী করলেন দেখুন
আরও পড়ুন: মাদক চক্রে এক মহিলার গ্রেফতারি নিয়ে রিয়ার ১১ বছরের পুরনো টুইট ফের ভেসে উঠল
স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ বুর্জ খালিফায় অনুষ্ঠান শুরু হয়। আস্তে আস্তে এক সময় সেই মুহূর্ত আসে, যখন কাউন্টডাউন শুরু হয়। কাউন্টডাউন শূন্যে পৌঁছতেই বুজ খালিফার গায়ে আলোর মালায় ফুটে ওঠে ‘এটি পুত্রসন্তান’। তার আগে আনাসের স্ত্রী জানাতে ভোলেননি, "ছেলে হোক মেয়ে তাঁর কাছে কোনও তফাৎ নেই।" গর্ভের সন্তানের লিঙ্গ জানা যেতেই গোটা পরিবার আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এই গোটা ঘটনা ক্যামেরায় ধরে রাখা হয়। পরে যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আনাস।
দেখুন সেই ভিডিয়ো:
A post shared by Anas Marwah | انس مروة (@anasmarwah) on