Viral Video

কৌতূহলী কুকুরের নাজেহাল দশা, শেষে মুক্তি পুলিশের কৃপায়

সান দিয়েগো পুলিশ আসে। পুলিশ অফিসাররা দক্ষতার সঙ্গে আটকে পড়া অবস্থা থেকে উদ্ধার করে কুকুরটিকে।  

Advertisement

সংবাদ সংস্থা   

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৭
Share:

কুকুরকে উদ্ধার করছে পুলিশ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

আমেরিকার সান দিয়েগোর বালবোয়া পার্ক। পার্কের পুকুরের ধার রেলিং দিয়ে বাঁধানো। সেই রেলিংয়ের পিলারের মধ্যে মুখ ঢুকিয়ে পুকুরের দিকে দেখতে গিয়েছিল অতি উৎসাহী একটি কুকুর। তা করতে গিয়ে পিলারে আটকে যায় তার গলা। বহু চেষ্টাতেও পিলারের ফাঁক থেকে গলা বের করতে পারছিল না সে।

Advertisement

কুকুরটির ওই অবস্থা দেখে পার্কে উপস্থিত লোকজন খবর দেয় পুলিশকে। সান দিয়েগো পুলিশ আসে। পুলিশ অফিসাররা দক্ষতার সঙ্গে আটকে পড়া অবস্থা থেকে উদ্ধার করে কুকুরটিকে।

সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি নিজেদের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে সান দিয়েগো পুলিশ। তা দেখে উচ্ছ্বসিত নেটাগরিকরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন উদ্ধারকারী দুই পুলিশ অফিসারকে। সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে ওই কুকুরকে বের করছেন তাঁরা। কুকুরটি উদ্ধার পেতেই হাততালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছেন পুকুর পাড়ে উপস্থিত মানুষ। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

Balboa Park attracts visitors of all kinds, including our furry friend who was checking out the Lily Pond and got his head stuck. Fortunately, our partners from @SDFD were able to help get him freed — to a cheering crowd. 

আরও পড়ুন: করোনার কবল থেকে মেয়েদের বাঁচাতে তাঁবু বানালেন মা, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: মাঝ কোর্ট থেকে জালে একের পর এক বল, দেখুন বাস্কেটবল খেলোয়াড়দের কামাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement