কচ্ছপকে আপেল খাওয়াচ্ছে শিম্পাঞ্জি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
একটি শিম্পাঞ্জি। অন্যটি কচ্ছপ। দু’টি সম্পূর্ণ ভিন্ন গোত্রের প্রাণী। সেই পার্থক্য তাদের সহাবস্থানের পথে বাধা হতে পারেনি। সেই দু’টি প্রাণীর ভ্রাতৃত্ববোধে দেখে মুগ্ধ হয়েছেন নেটাগরিকরাও। তাদের সহাবস্থানের একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
‘রামব্লিঙ্ক’ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো। ১৯ সেকেন্ডের সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৫০ হাজারেও বেশি ইউজার। সেখানে লাইক পড়েছে পাঁচ হাজারেরও বেশি। ভিডিয়োটি শেয়ার করে লেখা হয়েছে, ‘‘যদি তোমার কাছে অল্প একটু থাকে তবে দাও।’’
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বড় সড় কচ্ছপের সামনে বসে আছে দু’টি শিম্পাঞ্জি। তার মধ্যে একটি শিম্পাঞ্জি আপেল খাচ্ছে। খেতে খেতে কচ্ছপকেও খাওয়াচ্ছে সে। দু’টি ভিন্ন গোত্রের প্রাণীর এই ভ্রাতৃত্ববোধই হৃদয় জিতেছে নেটাগরিকদের। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: করোনা থেকে বাঁচতে ‘নমস্তে’ ভরসা ইজরায়েলের প্রধানমন্ত্রীর
আরও পড়ুন: চোখে ট্যাটু করিয়ে, সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারালেন ২৫ বছরের মডেল