ঘূর্ণিতে আটে পড়া যুবক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ঘুরতে গিয়ে জলপ্রপাতের ঘূর্ণিতে আটকে পড়েছিলেন ২৪ বছরের এক যুবক। প্রাণ যায় যায় অবস্থা থেকে নাটকীয়ভাবে তাঁকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সেই ভিডিয়ো নিজেদের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল ফ্রেসনো। ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে চমকে উঠছেন নেটাগরিকরা।
২৪ বছরের ওই যুবক সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার অ্যা়ঞ্জেল জলপ্রপাতে। সেখানে জলের ধারা হেঁটে পার হতে গিয়ে আটকে পড়েন তিনি। সে সময় উপস্থিত অন্যান্য পর্যটকরা খবর দেন পুলিশকে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল ফ্রেসনোর অফিসার ব্রেন্ট ডনলে বলেছেন, ‘‘আমরা খবর পাই ঠান্ডা স্রোতের জলে আটকে পড়েছেন এক যুবক। সঙ্গে সঙ্গে আমাদের দল দিয়ে উদ্ধার করে তাঁকে।’’ দেখুন কী ভাবে উদ্ধার করা হল তাঁকে—
রবিবার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর থেকে লক্ষাধিক বার দেখা হয়েছে সেটি। ভিডিয়ো দেখে কেউ ওই যুবককে ভাগ্যবান বলেছেন। কেউ পুলিশের উদ্ধারকার্যের ভূয়সী প্রশংসা করেছেন।
আরও পড়ুন: সপ্তমের থাবা সর্বাঙ্গে! ‘সংক্রমিত হবেন ৭০%’
আরও পড়ুন: ট্রাম্পের গাফিলতিতে করোনা-মৃত্যু কত? জানাচ্ছে টাইমস স্কোয়ারের ঘড়ি!