Waqf Bill

সংবিধান রক্ষায় প্রস্তাব, ওয়াকফ বিল বিধানসভায়

অধিবেশন শুরু হবে আগামী সোমবার। তার আগে শুক্রবার বিধানসভায় বসেছিল সর্বদল এবং কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠক। বিরোধী বিজেপি অবশ্য সর্বদল বৈঠকে থাকে না, এ বারও থাকেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৪:৫৪
Share:

(বাঁ দিকে) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশের দু’দিনের মধ্যেই শুরু হতে চলেছে বিধানসভার অধিবেশন। সংবিধান রক্ষার বিষয়ে সরকার পক্ষের আনা প্রস্তাব নিয়ে দু’দিন আলোচনা হবে শীতকালীন অধিবেশনে। কেন্দ্রীয় সরকারের জাতীয় ওয়াকফ বিলের মোকাবিলায় রাজ্য সরকারও একটি বিল আনতে চাইছে। তবে কবে সেই বিল অধিবেশনে পেশ হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। অন্য দিকে, প্রধান বিরোধী দল বিজেপি বিধানসভার স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে এই অধিবেশনে আলোচনা চাইবে।

Advertisement

অধিবেশন শুরু হবে আগামী সোমবার। তার আগে শুক্রবার বিধানসভায় বসেছিল সর্বদল এবং কার্য উপদেষ্টা (বি এ) কমিটির বৈঠক। বিরোধী বিজেপি অবশ্য সর্বদল বৈঠকে থাকে না, এ বারও থাকেনি। ঠিক হয়েছে, সংবিধান সংক্রান্ত প্রস্তাব ছাড়াও কলকাতা থেকে ইউরোপের দেশগুলির সরাসরি উড়ান পরিষেবা চালুর প্রসঙ্গেও অধিবেশনে কথা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিন বলেছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তাঁরা আগেই জমা দিয়েছিলেন। আগের অধিবেশন যে হেতু মুলতুবি রাখা হয়েছে, বন্ধ হয়নি, তাই সেই প্রস্তাব এখনও প্রাসঙ্গিক এবং তার নিষ্পত্তি চান তাঁরা। শুভেন্দুর কথায়, ‘‘বিধানসভার কার্যবিধির মধ্যে যা আছে, আমরা তা-ই চাইছি। তৃণমূল কংগ্রেসের ইচ্ছায় কাজ করলে, বেআইনি কাজ হলে প্রতিবাদ হবেই।’’ স্পিকার এ দিন বলেছেন, তাঁরা সব সময়েই চান বিধানসভায় সুস্থ পরিবেশে আলোচনা হোক। বিরোধীরা যে কোনও অভিযোগে অধিবেশন কক্ষ থেকে ওয়াক-আউট করে বেরিয়ে যাবেন, সেটা কাঙ্ক্ষিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement