Robber

বন্দুকধারী ডাকাতকে জব্দ করলেন দোকানদার, দেখুন কী ভাবে

এই ঘটনার ভিডিয়ো ধরা পড়েছিল দোকানের সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৭:০৯
Share:

চোরকে জব্দ করেছে এই দোকানদার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

খরিদ্দারের আশায় দাঁড়িয়ে আছেন দোকানদার। এক ব্যক্তি শান্তভাবে দোকানে ঢুকে এসে দাঁড়ালেন ক্যাশ কাউন্টারের সামনে। ওই ব্যক্তিকে খরিদ্দার ভেবে এগিয়ে এলেন বিক্রেতা। কিন্তু তার পরই বন্দুক বের করে টাকা বার করে দিতে বললেন। দোকানদার খুললেন ক্যাশবাক্স। কিন্তু ওই পরিস্থিতিতেও দোকানদার শান্ত ভাবে বললেন, টাকা ছাড়া আর কিছু লাগবে? উত্তরে ওই ব্যক্তি বলেন, না শুধু টাকা চাই। ইতিমধ্যেই দোকানদার ক্যাশবাক্সের নীচ থেকে বার করে ফেলেছেন লোহার রড। সেই রড নিয়ে তিনি তেড়ে গেলেন ওই ব্যক্তির দিকে। তা দেখে দৌড়ে পালালো ডাকাতি করতে আসা ব্যক্তি।

Advertisement

এই ঘটনার ভিডিয়ো ধরা পড়েছিল দোকানের সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

সেই ভিডিয়ো দেখে ওই দোকানদারের সাহসিকতার প্রশংসা করছে নেটিদুনিয়া। বন্দুকের সামনে মাথা ঠান্ডা রেখে যে ভাবে পরিস্থিতির মোকাবিলা করেছেন তা দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘‘মাথা শসার মতোই ঠান্ডা!’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

যদিও ঘটনাটি কোথায় ঘটেছে সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: মাছকে খাবার খাওয়াচ্ছে হাঁস! দেখেছেন কখনও?

আরও পড়ুন: ছ’বছরের নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে প্রকাশ্যে পুড়িয়ে মারল গ্রামবাসীরা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement