UK

স্বামী পরিণত হল স্ত্রীতে, কী করে দেখুন

এক ঘেয়েমি কাটাতে নিজের স্বামীর মেক আপ করেছেন তিনি। সেই মেক আপের পর, স্বামীকে দেখতে লাগছে পুরোপুরি তাঁর মতো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১৫:৩৪
Share:

স্ত্রীয়ের মতো সাজলেন স্বামী। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

লকডাউনের জেরে ঘরবন্দি থাকতে হচ্ছে তাঁদের। দীর্ঘদিন ধরে একভাবে থাকায় একঘেয়েমিও গ্রাস করছে। সেই এক ঘেয়েমি কাটাতে নিজের স্বামীর মেক আপ করেছেন তিনি। সেই মেক আপের পর, স্বামীকে দেখতে লাগছে পুরোপুরি তাঁর মতো। সেই ভিডিয়ো তিনি আপলোড করেছেন নিজের টিকটক অ্যাকাউন্ট থেকে। তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

লকডাউনে ব্রিটেনে ঘরবন্দি হয়ে আছেন ডার্সি রোল্যান্ড ও স্যামুয়েল। ভিডিয়োতে প্রথমে দেখা যাচ্ছে ডার্সিকে। তার পর ডার্সি দেখা যাচ্ছে কী ভাবে স্বামী স্যামুয়েলকে তাঁর মতো সাজিয়েছেন তিনি। দাড়ি কাটার পর ওয়াক্সিং, প্লাকিংয়ের মতো রূপচর্চার বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন। সব শেষে মেক আপ করে নিজের পোশাক স্যামুয়েলকে পরিয়েছেন তিনি।

দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

This took TOO long , don’t let it flop 😂😂😂😂##quarantine ##houseoftiktok ##stayathome

করোনার ধাক্কায় বেশ টলমল অবস্থা ব্রিটেনের। এক লক্ষ ৩০ হাজারেরও বেশি ব্যক্তি আক্রান্ত হয়েছেন সেখানে। কোভি়ড-১৯ এর জেরে সেখানে মৃত্যু হয়েছে ১৭ হাজারেরও বেশি জনের। সেই ভীষণ কঠিন সময়েও যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অনেকেই। চেষ্টা করছেন অন্য কিছু নিয়ে মেতে থাকতে। ডার্সি স্যামুয়েল তেমনই দম্পতি। চেষ্টা করছেন কঠিন সময়টা হাসতে হাসতে আর হাসাতে হাসাতে পার করে দেওয়ার।

আরও পড়ুন: নাকে আঙুল ভরে কুমিরের গ্রাস থেকে তিন বছরের ছেলেকে উদ্ধার মায়ের

আরও পড়ুন: ঘরবন্দি থেকেই ড্রোনের সাহায্যে মাছ ধরলেন রোমিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement