১১ ফুটের পাইথন উদ্ধার করছেন জীববিজ্ঞানীরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া।
ফ্লোরিডায় ধরা পড়ল একটি ১১ ফুটের পাইথন। এটি বার্মিজ পাইথন বলে জানিয়েছেন জীববিজ্ঞানীরা। বিশ্বে যে পাঁচ প্রকারের সাপ সব থেকে লম্বা হয় বারমেস পাইথন তাদের মধ্যে একটি। সাপটিকে বিসকেন ন্যাশনাল পার্ক লাগোয়া সমুদ্রে ধার হয়েছে।
মঙ্গলবার ন্যাশনাল পার্কের তীর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জলে সাঁতরাতে দেখা যায় পাইথনটিকে। সেই সময় বোটে করে আশেপাশেই ছিলেন কয়েকজন জীববিজ্ঞানী। সাপটিকে দেখতে পেয়ে সেটিকে জাল দিয়ে জল থেকে তোলেন তাঁরা। পাড়ে নিয়ে এসে বিজ্ঞানীরা পাইথনটির মাপ নেন। সাপটি ১১ ফুট লম্বা ও ওজন ১৪ কিলোগ্রামের ছিল।
সাপটিকে জল থেকে তোলার একটি ভিডিয়োও রেকর্ড করা হয়। পরে সেই ভিডিয়ো ওই ন্যাশনাল পার্কের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি ২৫ হাজারের বেশি বার দেখা হয়েছে।
আরও পড়ুন : যেন ফিল্মের সেট! যাত্রী-সহ হুড়মুড় করে ভেঙে পড়ল আস্ত ব্রিজ
আরও পড়ুন : বাচ্চা মেয়েটিকে চুমু খাচ্ছে বিশাল পাইথন, এক কোটির উপর ভিউ পেল ভিডিয়োটি
বিসকেন ন্যাশনাল পার্কের তরফে জানানো হয়েছে, এই সাপটি সাধারণ ফ্লোরিডার ওই অংশে দেখা যায় না। এরা মূলত এভার গ্লেডস এলাকায় বেশি পাওয়া যায়।