রাস্তায় পড়ে রয়েছে এয়ারপড। ছবি টুইটার থেকে সংগহীত।
মেট্রো স্টেশনে সিঁড়ি দিয়ে উঠছেন এক ব্যক্তি। উঠতে গিয়ে দেখলেন, সিঁড়িতে পড়ে রয়েছে একটি এয়ারপড। আশপাশে নজর বুলিয়ে, তিনি তুলতে গেলেন সেটি। কিন্তু পারলেন না।
রাস্তা দিয়ে যাওয়ার সময় ম্যানহোলের ঢাকনার ফাঁকে আইপড পড়ে থাকতে দেখেন অন্য এক জন। তুলতে গিয়ে তিনিও অসমর্থ হন। সম্প্রতি এ রকমই কয়েকটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োগুলি গত ১৭ নভেম্বর আপলোড করেছেন পাবলো রোচ্যাট নামে আমেরিকার এক শিল্পী। তার পর থেকে সেই ভিডিয়ো দেখা হয়েছে ১০ লক্ষেরও বেশি বার। কিন্তু কেন কেউ এয়ারপড নিতে পারছে না সেই উত্তরও রয়েছে ওই ভিডিয়োগুলিতে।
আসলে এগুলি হল প্রাঙ্ক ভিডিয়ো। পাবলো নামের ওই ব্যক্তি তৈরি করেছেন এয়ারপডের ২ডি স্টিকার। সেই স্টিকার তিনি লাগিয়ে দিয়েছিলেন বিভিন্ন পাবলিক প্লেসে। যাতে তা পথচারীদের নজরে আসে। রাস্তায় আইপড পড়ে থাকতে দেখে যেই পথচারীরা তুলতে যাচ্ছেন, আর বোকা হচ্ছেন। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: এই একটি শর্ত মানলেই সুসজ্জিত হোটেলের ঘর মিলবে ৬৬ টাকায়!
আরও পড়ুন: সিগারেট এই ভাবে পুড়িয়ে দেয় ফুসফুসকে! ৩০ বছর ধরে সিগারেট খাওয়া ব্যক্তির ফুসফুসের অবস্থা দেখুন