Viral video

বিমানে পা দিয়ে ভিডিয়ো স্ক্রিন স্ক্রল করছেন যাত্রী!

এক মহিলা যিনি ওই ব্যক্তির পিছনের কোনও আসনে বসেছিলেন, তিনি এই ঘটনা ক্যামেরাবন্দি করেন।তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তারপরই একের পর এক কটাক্ষভরা পোস্ট শুরু হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৯ ১১:০১
Share:

পা দিয়ে ভিডিয়ো স্ক্রিন স্ক্রল করছেন বিমান যাত্রী। ছবি : টুইটার থেকে নেওয়া।

বিমানযাত্রীদের বিনোদনের জন্য যে ভিডিয়ো স্ক্রিন থাকে, সেটি পা দিয়ে স্ক্রল করছেন এক যাত্রী। মঙ্গলবার এমনই একটি ভিডিয়ো টুইটারে আপলোড হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে।

Advertisement

আলাফেয়ার বুর্কি নামে এক ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানের দেওয়ালে একটি ভিডিয়ো স্ক্রিন লাগানো আছে। সেটি স্ক্রল করে একের পর এক ভিডিয়ো বেছে নিতে হয়। সাধারণত সেই ভিডিয়োগুলি হাতেই স্ক্রল করেন সবাই। কিন্তু এই ব্যক্তির চিন্তা ভাবনা একটু অন্য রকম। তিনি বিমানের আসনে পিঠ ঠেকিয়ে পা তুলে দিয়েছেন ভিডিয়ো স্ক্রিনের দু’দিকে। আর ডান পায়ের আঙুল দিয়ে একের পর এক ভিডিয়ো স্ক্রল করছেন।

এক মহিলা যিনি ওই ব্যক্তির পিছনের কোনও আসনে বসেছিলেন, তিনি এই ঘটনা ক্যামেরাবন্দি করেন।তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তারপরই একের পর এক কটাক্ষভরা পোস্ট শুরু হয়।

Advertisement

আরও পড়ুন : সঙ্গীকে নিয়ে সুশির দোকানে বাসা বাঁধছিল নীল পেঙ্গুইন, তুলে নিয়ে গেল পুলিশ

আরও পড়ুন :এত নিচু দিয়ে বিমান নামছে, যেন হাত বাড়ালেই ছুঁতে পারবেন!

কেউ কেউ আবার দাবি করেন, ওই ব্যক্তি সম্ভবতবিশেষ ভাবে সক্ষম। তাই তিনি হাতের বদলে পা দিয়ে স্ক্রল করছিলেন। কিন্তু যিনি ভিডিয়োটি রেকর্ড করেছেন, তিনি জানিয়েছেন, ওই ব্যক্তিকে নিজের ব্যাগ নিয়ে যেতে আসতে দেখেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement