Bikini

জলে নামতেই গায়েব বান্ধবীর বিকিনি, পরিকল্পনা করে গোটা ঘটনা ক্যামেরাবন্দি জাদুকরের

এস্টেলি একটি ফ্লুরোসেন্ট রঙের টু-পিস বিকিনি পরে জলে নামছেন। তাঁর জলে নামার আগে থেকেই জুলিয়াস বান্ধবীকে ক্যামেরাবন্দি করতে থাকেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ১৬:৫১
Share:

জলে নামতেই ভ্যানিস বিকিনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

যদি আপনার সঙ্গী ম্যাজিসিয়ান হন, তবে আপনাকেও সতর্ক থাকতে হবে। কখন কী গায়েব হয়ে যায়, তার থই পাবেন না। যেমন এই মহিলা জলে নেমে কিছুক্ষণ পরেই দেখেন, তাঁর বিকিনি গায়েব হয়ে গিয়েছে। আর এর পুরোটাই নাকি তাঁর ম্যাজিসিয়ান বয়ফ্রেন্ডের কীর্তি।

Advertisement

জুলিয়াস ডেন এবং তাঁর বান্ধবী এস্টেলি-র একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি জুলিয়াসই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর বান্ধবী এস্টেলি একটি ফ্লুরোসেন্ট রঙের টু-পিস বিকিনি পরে জলে নামছেন। তাঁর জলে নামার আগে থেকেই জুলিয়াস বান্ধবীকে ক্যামেরাবন্দি করতে থাকেন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এস্টেলি জলে নেমে একটু একটু করে গভীরে যাচ্ছেন। তবে কয়েক মুহূর্ত পরেই তাঁর জন্য চমক অপেক্ষা করছিল। হঠাৎ তিনি দেখেন, তাঁর শরীরে বিকিনির কোনও অস্তিত্ব নেই। বিকিনি যেন আচমকাই গায়েব হয়ে গিয়েছে। তিনি প্রথমে ভাবেন, জলের স্রোতে বিকিনিটি সম্ভবত খুলে গিয়েছে। এদিক ওদিক খুঁজতে থাকেন, কিন্তু দেখতে পাননি। শেষে তিনি জুলিয়াসের কাছে একটি তোয়ালে চান। সেটি শরীরে জড়িয়ে জল থেকে উঠে আসেন।

Advertisement

আরও পড়ুন: বিকিনি পরে এলেই বিনামূল্যে পেট্রল

জুলিয়াস জানিয়েছেন, এস্টেলি অনলাইনে একটি বিকিনি আর্ডার করেছিলেন। কিন্তু সেটি এস্টেলির হাতে পৌঁছনর আগেই জুলিয়াস সেটি বদলে দেন। বদলে যেটি দেওয়া হয়, সেটি একটি ডিজলভিং বা বিলীয়মান উপাদানে তৈরি বিকিনি, যেটি জলে পড়লে রাসায়নিক বিক্রিয়ায় মিলিয়ে যায়।

আরও পড়ুন: সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যাওয়া থেকে মানববন্ধনে রক্ষা পেলেন দুই যুবক

ভিডিয়োটির তারিফ করলেও নেটাগরিকরা বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন। প্রথমত টানা একটি ভিডিয়ো পোস্ট হয়নি, মাঝে মাঝেই এডিট করে জুড়ে দেওয়া হয়েছে। ফলে তাঁরা দু’জনেই পরিকল্পনা করে এটি করেছেন। আবার কেউ বলছেন, অর্ডার করা বিকিনি বদলে গেলে বুঝতে পারার কথা, এখানে কি সেটা হয়নি? এক নেটাগরিক আবার দাবি করেছেন, ভাল করে খেয়াল করলে দেখা যাবে, তোয়ালের নিচে হলুদ রঙের বিকিনি বোঝা যাচ্ছে। তবে অনেকেই আবার ভিডিয়োটি সত্যি ধরে নিয়ে জুলিয়াসের সমালোচনাও করেছেন বান্ধবীর সঙ্গে এমন উদ্ভট মজা করার জন্য। অনেকেই আবার ভিডিয়োটি উপভোগ করেছেন বলে জানিয়েছেন।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement