স্ত্রীয়ের সঙ্গে লটারি জিতে কোটিপতি হওয়া থমসন। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ভাগ্য খুলে গিয়েছে ক্রিসমাসের আগেই। লটারিতে জিতেছেন ১০৫ মিলিয়ন ইউরো। লটারি জিতে কোটিপতি হওয়ার পর নিজের কাজ বন্ধ করেননি। বরং গ্রাহকদের জন্য খুশির খবর দিয়েছেন পেশায় রাজমিস্ত্রি স্টিভ থমসন। তিনি ব্রিটেনের সাসেক্সের বাসিন্দা। কোটিপতি হওয়ার পর গ্রাহকদের বিনামূল্য বাড়ি তৈরি করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
৪২ বছরের থমসন লটারি সম্প্রতি শেষ করেছেন তাঁর এক প্রতিবেশির বাড়ি তৈরির কাজ। কিন্তু সেই কাজের জন্য কোনও টাকা নেননি তিনি। নামপ্রকাশে অনিচ্ছুক থমসনের ওই প্রতিবেশি ব্রিটেনের এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার বাড়ি তৈরির পর কোনও মজুরি নেননি তিনি। প্রচুর অর্থ জেতার পরও খুবই সাধারণ রয়েছেন তিনি।’’
গত ২৫ বছর ধরে লটারি কাটতেন থমসন। স্ত্রী লেঙ্কা ছাড়াও তাঁর তিন সন্তান রয়েছে। তবে তিনি লটারি জেতার পর কাজ ছেড়ে দিয়েছেন স্ত্রী। বদলে নিজেদের বাড়ির কাছে দোকান খুলে শুরু করেছেন ব্যবসা।