Viral video

নিলামে উঠতে চলেছে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিয়ো ‘চার্লি বিট মাই ফিঙ্গার’

‘চার্লি বিট মাই ফিঙ্গার’ ২০০৭ সালের ২৩ মে আপলোড করা হয়েছিল। জনপ্রিয় এই ভিডিয়োটির শনিবার নিলাম হবে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২২ মে ২০২১ ১০:৪৯
Share:

সংগৃহীত ছবি

জানেন কি এখনও পর্যন্ত ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিয়ো কোনটি? সেটা কি দেখেছেন? উত্তর না হলে জলদি দেখে নিন। আর সুযোগ পাবেন না। কারণ, রবিবার এই ভিডিয়োটি সরিয়ে নেবে ইউটিউব। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ভাইরাল ভিডিয়ো হল ‘চার্লি বিট মাই ফিঙ্গার’। আসলে ১৪ বছর আগে আপলোড করা এই ভিডিয়ো এবার নিলামে উঠতে চলেছে। ভিডিয়োটি ৮৮২ মিলিয়ন বা ৮৮ কোটিরও বেশিবার দেখা হয়েছে।

Advertisement

‘চার্লি বিট মাই ফিঙ্গার’ ২০০৭ সালের ২৩ মে আপলোড করা হয়েছিল। জনপ্রিয় এই ভিডিয়োটির শনিবার ২২ মে নিলাম হবে। আমেরিকার ডেভিস-কার পরিবার তাদের ইউটিউব পেজে ঘোষণা করেছে যে ভিডিয়োটি নন-ফানজিবল টোকেন বা এনএফটি-এর ভিত্তিতে নিলামে উঠবে। এনএফটি হল ডেটার অংশ, যা ব্লকচেইন কোড দ্বারা সুরক্ষিত। যেখানে ডেটা অ্যাক্সেস করতে পারবেন একমাত্র মালিকই।

ভিডিয়োটিতে কী আছে? তিন বছরের হ্যারি নিজের আঙুল তার এক বছর বয়সি ভাই চার্লির মুখে পুরে দেয়। তখন চার্লি দাদার আঙুলে ২ বার কামড়ে দেয়। চিৎকারের সঙ্গে হ্যারির প্রতিক্রিয়া ছিল ‘চার্লি বিট মাই ফিঙ্গার’। অন্যদিকে চার্লির মুখে ছিল দুষ্টু হাসি। যিনি নতুন মালিক হবেন তিনি এই ভিডিয়োটির প্যারোডি সংস্করণ তৈরির সুযোগ পাবেন। এতে অভিনয় করবেন মূল ভিডিয়োতে থাকা হ্যারি ও চার্লি। তাদের একজনের বয়স এখন ১৭, আরেক জনের বয়স ১৫।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement