Alligator

রিসেপশনে বসে আছে কুমির! দেখেছেন কখনও?

এ রকমই একটি ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৬
Share:

অফিসে বসে আছে কুমির। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে নেটদুনিয়ায় প্রায়শই সামনে আসে মজাদার বিভিন্ন ছবি ও ভিডিয়ো। আর তা নিয়ে চর্চায় মেতে ওঠেন নেটিজেনরা। সম্প্রতি এ রকমই একটি ছবি নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সেই ছবিতে ফুটে উঠছে একটি অফিসের রিসেপশনের চিত্র। সেখানে সবাই নিজের ডেক্সটপের সামনে কাজ করেছেন। তবে সেই রিসেপশনিস্টদের মধ্যে থাকা একজন কিন্তু মানুষ নয়। কিন্তু মানুষের মতোই সে চেয়ারে বসে তাকিয়ে আছে কম্পিউটারের স্ক্রিনের দিকে। তাকে দেখে মনে হচ্ছে, খুব মনযোগ সহকারে কোনও কাজ করছে সে। আর এই ‘নিবেদিত’ কর্মীকে নিয়েই আলোচনায় মেতেছে নেটদুনিয়া।

‘ডেডিকেটেড’ রিসেপশনিস্টটি আসলে একটি কুমির। কাজ করার পাশাপাশি ওই কুমিরকে দেখা যাচ্ছে, পোশাক পরিহিত অবস্থায়। কুমিরের রিসেপশন সামলানোর পাশাপাশি তাই আলোচনায় উঠে আসছে কুমিরের পোশাকও।

Advertisement

কিন্তু এই চিত্রটি কোন অফিসের? সত্যিই কি সেই অফিসের রিসেপশনে কুমির বসে থাকে? থাকলে কোথায় অবস্থিত সেই অফিস? এই সকল প্রশ্নের উত্তর অবশ্য জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: অন্যধারার ফ্যাশন শো! দর্শকদের সামনেই পোশাক বদল মডেলদের

আরও পড়ুন: ফেসলক খুলতে প্রেমিক-প্রেমিকার কাণ্ডে হেসে লুটোপুটি নেটদুনিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement