সহপাঠীকে সহানুভূতি দেখাচ্ছে ক্রিশ্চিয়ান। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।
নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু হবে। দ্বিতীয় শ্রেণির ছাত্ররা চলে এসেছে স্কুলে। দরজা খোলা পর্যন্ত তারা অপেক্ষা করছে দরজার বাইরে। সেই অপেক্ষারত ছাত্রদের মধ্যে কোনর নামে আট বছরের একটি ছেলে একা দাঁড়িয়ে আছে। মাথা নীচু করে এমন ভাবে সে দাঁড়িয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে তার মন ভাল নেই।
সেখানে উপস্থিত ক্লাসের অন্যান্য ছাত্ররা তাকে দেখে চলে যাচ্ছে। সবাই নিজের মতো স্কুল খোলার আনন্দে মাতোয়ারা। কিন্তু এরই মধ্যে তার কাছে এগিয়ে এল ক্রিশ্চিয়ান নামের তার এক সহপাঠী। সে এসে কোনরের হাতে হাত রেখে স্নেহের ভঙ্গিতে তাকে সান্ত্বনা দিল।
নিজের ছেলের এই মানবিকতা প্রদর্শনের এই গুণ পাশ থেকে দেখছিল ক্রিশ্চিয়ানের মা। তিনি সেই ঘটনার ছবি তোলেন। তার পর সেই ছবি-সহ গোটা ঘটনার কথা পোস্ট করা হয় ফেসবুক থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্ট।
এই ঘটনাটি আমেরিকার কানসাসে মিনেহা কোর নলেজ ম্যাগনেট এলিমেন্টারি স্কুলের। গত ১৪ অগস্টের এই ঘটনার সাক্ষী ছিলেন ক্রিশ্চিয়ানের মা কোকো মুর। সহপাঠীকে সহানুভুতি দেখানোর ক্ষমতা নিজের ওই টুকু ছেলের মধ্যে দেখে, তিনি যে গর্ব অনুভব করেছেন সে কথা ফেসবুক পোস্টে গোপন করেননি মুর।
আরও পড়ুন: বেয়ারা গাড়িকে জব্দ করতে বাইক চালকের কাণ্ড দেখুন!
আরও পড়ুন: গন্ডারের গুঁতোয় ফুটবলের মতো গড়াচ্ছে গাড়ি! দেখুন ভিডিয়ো