ড্যান এবং তাঁর প্রেমিকা। ছবি: সংগৃহীত
হাঁটুগেড়ে বসতে যাবেন প্রেমিক। সামনে দাঁড়িয়ে প্রেমিকাও। প্রেম নিবেদনের চূড়ান্ত মুহূর্তে ভেসে এল একটি কণ্ঠস্বর— না.. না.. না..। ভিডিয়োটি এর কয়েক মুহূর্ত পরই শেষ হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় হতবাক প্রেমিকাকে একা ফেলে ফিরে আসছেন প্রেমিক। যদিও নেটমাধ্যমে ওই ভিডিয়ো শেয়ারও করেছেন তিনিই।
যুবকের নাম ড্যান। তিনি টিকটক তারকা। টিকটকেই ভিডিয়োটি দিয়ে তিনি জানিয়েছেন, ওই নেপথ্য কণ্ঠস্বর তাঁর মায়ের। তবে কি মায়ের কথা শুনেই প্রেমিকাকে ও ভাবে অপদস্থ করেছেন তিনি? ভিডিয়ো দেখে ড্যান–এর ‘ফ্যান’রা রেগে গিয়ে প্রশ্ন করেছিলেন। কেউ আবার লিখেছিলেন, মেয়েটি ভাগ্যবতী। চরম মুহূর্তে সত্যিটা জানতে পেরেছে। জীবনের একটা বড় ভুল এড়াতে পেরেছে সে। ড্যানকে ‘মায়ের বাধ্য ছেলে’ বলে ব্যঙ্গও করেছিলেন কেউ কেউ।
ড্যান সেই সব সমালোচনার জবাব দিয়েছেন তাঁর পরের ভিডিয়োয়। তাতে দেখা যাচ্ছে, ড্যান এবং তাঁর মা ভক্তদের মন্তব্য দেখে হাসাহাসি করছেন। তা থেকে বোঝা যায়, গোটাটাই ছিল সাজানো ঘটনা। ভক্তদের সঙ্গে মজা করেছিলেন ড্যান। আর তাঁদের প্রতিক্রিয়াতেও তিনি বেশ মজাই পেয়েছেন। ভিডিয়োর শেষে ড্যান অবশ্য জানিয়েছেন, প্রেমিকার সঙ্গে তাঁর বাগদান পর্ব সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়েছে। কোনও বাধা আসেনি।