Viral

‘ক্রীতদাসের দাম ঠিক কর’! পঞ্চম শ্রেণির ছাত্রকে এই ‘টাস্ক’ দিয়ে বিপাকে শিক্ষক

সেই টাস্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৭:১৯
Share:

প্রতীকী ছবি- শাটারস্টক।

পঞ্চম শ্রেণির ছাত্রকে বৈষম্যমূলক টাস্ক দেওয়ার অভিযোগে প্রশাসনিক ছুটিতে পাঠানো হল আমেরিকার মিসৌরির এলিমেন্টারি স্কুলের এক শিক্ষককে। সেই টাস্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

Advertisement

মিসৌরির ব্লেডস এলিমেন্টারি স্কুলে পঞ্চম শ্রেণিতে এক পড়ুয়াকে অভিযুক্ত শিক্ষক যে টাস্ক দিয়েছিলেন তাতে লেখা ছিল—‘ক্রীতদাসের জন্য দাম ঠিক কর’। সেই টাস্ক ওই পড়ুয়ার বাড়ির লোকের নজরে আসে। তার পরই তাঁরা বিষয়টি জানান স্কুল কর্তৃপক্ষকে। পাশাপাশি লি হার্ট নামের তাঁদের এক পারিবারিক বন্ধু বিষয়টি পোস্ট করেন ফেসবুকে। যেটি ভাইরালও হয়।

স্কুল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসতেই নড়ে চড়ে বসেন তাঁরা। বিষয়টি নিয়ে জবাবদিহি করতে বলা হয় অভিযুক্ত শিক্ষককে। বর্তমানে অভিযুক্ত ওই শিক্ষককে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। অনভিপ্রেত এই বিষয়টি নিয়ে ক্ষমাপ্রার্থনা করে চিঠিও লিখেছেন ওই স্কুলের প্রিন্সিপাল।

Advertisement

দেখুন সেই পোস্ট—

আরও পড়ুন: পড়ন্ত শিশুকে বাঁচিয়ে নেটদুনিয়ায় ‘নায়ক’ হলেন দোকানের ম্যানেজার

আরও পড়ুন: দর্শকদের সামনেই চিড়িয়াখানা কর্মীর হাত কামড়ে নিল সিংহ, ভাইরাল ভয়ঙ্কর সেই ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement