Viral

এত বড় মশা! ভিনগ্রহী নয় তো, প্রশ্ন নেটিজেনদের

ছবিটি পোস্ট করে লোবো জানতে চেয়েছেন, এমন আকারের মশা আগে কেউ দেখেছেন কিনা। বেশিরভাগ ফলোয়ারই এই ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মশাটির ছবি দেখে একে ভিনগ্রহী বলে মন্তব্য করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

করডোবা, স্পেন শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১০:৪৪
Share:

এই ছবি ঘিরেই কৌতুহল সোশ্যাল মিডিয়ায়। ছবি: টুইটার থেকে নেওয়া।

সোশ্যাল মিডিয়ায় একটি মশার ছবি এখন ভাইরাল। মশাটি দেখতে ছোটখাটো প্রজাপতির আকারের। স্পেনের এক টুইটার ইউজার মশার ছবিটি পোস্ট করেছেন। ছবিটি দেখে তাঁর ফলোয়াররা নানা মতামত দিচ্ছেন।

Advertisement

স্পেনের করডোবা শহরের বাসিন্দা ইজাকুইল লোবো। টুইটারে ছবিটি পোস্ট করে তিনি দাবি করেন, এই মশাটি জানালা দিয়ে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। লোবোর মা স্প্রে করে সেটি মেরে ফেলেন। এই বড় মশার পাশে একটি ছোট মশার ছবি পোস্ট করেছেন লোবো।

ছবিটি পোস্ট করে লোবো জানতে চেয়েছেন, এমন আকারের মশা আগে কেউ দেখেছেন কিনা। বেশিরভাগ ফলোয়ারই এই ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মশাটির ছবি দেখে একে ভিনগ্রহী বলে মন্তব্য করেছেন।

Advertisement

আরও পড়ুন: চার তলার উপর সরু অংশে হাঁটছে একলা শিশু, দেখুন শেষে কী হল!

লোবোর এই পোস্ট প্রায় এক লাখ ৪০ হাজার লাইক পেয়েছে। সেই সঙ্গে রিটুইট হয়েছে ২৩ হাজারের বেশি বার। কমেন্টে বেশ কয়েকজন এমন বড় বড় মশার ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন। তবে লোবোর এই ছবি ও অন্যান্য ছবিগুলি কতটা সঠিক তা জানা যায়নি।

আরও পড়ুন: মহিলার টি-শার্ট ধরে টানছেন নিরাপত্তা কর্মী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement