Viral

ইন্দোনেশিয়ায় দেখা মিলল বিশ্বের সব থেকে বড় ফুলের

র‍্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। আর যাঁরা এই ফুলের কাছাকাছি গিয়েছেন, তাঁরা জানিয়েছেন, এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ বার হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ১২:৩৫
Share:

ইন্দোনেশিয়ায় খুঁজে পাওয়া ফুলটির ছবি। ছবি: টুইটার থেকে নেওয়া।

ইন্দোনেশিয়ায় দেখা গেল বিশ্বের বৃহত্তম ফুল। এমটাই দাবি করেলেন সেখানকার কিছু পরিবেশ বিজ্ঞানী। অবশ্যই এটি র‍্যাফ্লেসিয়া প্রজাতির একটি ফুল।

Advertisement

পৃথিবীতে এখনও পর্যন্ত র‍্যাফ্লেসিয়া-র ২৮টি ভেরিফায়েড ও চারটি আনভেরিফায়েড প্রজাতির খোঁজ মিলেছে। ২৮টির মধ্যে একটি প্রজাতি হল ‘র‍্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’। বিজ্ঞানীরা জানিয়েছেন ইন্দোনেশিয়া যে ফুলটি পাওয়া গিয়েছে সেটি এই প্রজাতির। যার ব্যাস ১১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চি।

এর আগে ইন্দোনেশিয়ারইপশ্চিম সুমাত্রায় একটি ফুল র‍্যাফ্লেসিয়া পাওয়া গিয়েছিল, যার ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার। সেই রেকর্ডও এভার ভেঙে দিল এবারের ফুলটি।

Advertisement

আরও পড়ুন: পিত্জা গরম করতে গিয়ে ‘রান্না’ হয়ে গেল আস্ত সাপ!

র‍্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। আর যাঁরা এই ফুলের কাছাকাছি গিয়েছেন, তাঁরা জানিয়েছেন, এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ বার হয়।

আরও পড়ুন: কাঁটাতারে আটকে আগুনে পুড়ে মরছে ক্যাঙারু, দাবানলের ভয়াবহতা ধরা পড়ল আকাশ থেকেও

এক ব্রিটিশ উপনিবেশ অফিসার স্যার স্যামফোর্ড র‍্যাফ্লেসের নামে এই ফুলের নামকরণ হয়। ঊনিশ শতকে তিনিই প্রথম ইন্দোনেশিয়া এই ফুলের সন্ধান দেন। এই ফুল দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। ফিলিপিন্সে একটি ১০০ সেন্টিমিটার ব্যাসের ফুল পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন: ব্যভিচার-বিরোধী আইন প্রণেতাই বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়ালেন, প্রকাশ্যে খেলেন বেত

দেখুন নতুন খুঁজে পাওয়া ফুলটির ছবি:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement