Israel

অ্যাভোকাডো ফলকে গ্রেনেড বলে হুমকি দিয়ে ব্যাঙ্ক ডাকাতি ইজরায়েলে

একটি ফলকে বোমা বলে চালিয়ে দুটি ব্যাঙ্ক ডাকাতি! এমন ঘটনা মনে হয় আগে শোনা যায়নি। এমনই অবিশ্বাস্য কাণ্ড ঘটাল এক ইজরায়েলি ব্যক্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ২০:১৩
Share:

অ্যাভোকাডো ফল। ফাইল চিত্র

নকল বন্দুক দেখিয়ে চুরি, ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। কিন্তু একটি ফলকে বোমা বলে চালিয়ে দুটি ব্যাঙ্ক ডাকাতি! এমন ঘটনা মনে হয় আগে শোনা যায়নি। এমনই অবিশ্বাস্য কাণ্ড ঘটাল এক ইজরায়েলি ব্যক্তি। দক্ষিণ ইজরায়েলের বাসিন্দাবছর সাতচল্লিশের এক ব্যক্তিকে সম্প্রতি সে দেশের পুলিশ গ্রেফতার করেছে। তারপরই চাঞ্চল্যকর এই ঘটনা সামনে এসেছে।

Advertisement

মে মাসের মাঝামাঝি ইজারয়েলে বিরশেবা এলাকায় দুটি ব্যাঙ্ক ডাকাতি হয়। প্রথমে ঘটনায়, বিরশেবা শপিং মলে একটি পোস্টাল ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে হাজির হয় ওই ব্যক্তি। কাউন্টারের দায়িত্বে থাকা মহিলাকে একটি চিরকুট দেয় সে। সেই চিরকুটে ভুল বানানে লেখা ছিল, ‘ড্রয়ারে যা টাকা আছে তা আমার হাতে তুলে দিন, না হলে গ্রেনেড ছুঁড়ে দেব’। ভয়ে ওই মহিলা ক্যাশ ড্রয়ারে যা ছিল বের করে অভিযুক্তের হাতে তুলে দেন। সেই অর্থ নিয়ে চম্পট দেয় ডাকাত।

এই ঘটনার পাঁচ দিন পর,ওরেন সেন্টার বাজার এলাকায় ফের একটি পোস্টাল ব্যাঙ্কে হানা দেয়। সেখানেও একই কায়দায় ব্যাঙ্ক লুঠে পালায় অভিযুক্ত। দুটি ব্যাঙ্ক মিলিয়ে লুঠ হওয়া অর্থের পরিমাণ ৮ হাজার ৩০০ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ ৭৫ হাজার টাকার মতো।

Advertisement

আরও পড়ুন : নিজেরই সংবর্ধনা সভায় খুন উত্তর প্রদেশ বার কাউন্সিলের প্রথম মহিলা সভাপতি

চল্লিশ বছরের বন্ধ সিন্দুক খুলে গেল পর্যটকের হাতে, ভেতরে মিলল...

মুখ ঢেকে, সানগ্লাস পরে ডাকাতি চালায় ওই অভিযুক্ত। ফলে প্রথমে তাকে খুঁজে বের করা কঠিন হয়েছিল। কিন্তু মোবাইল টাওয়ার লোকেশনও অন্যান্য প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ ধরে ফেলে ডাকাতকে। তারপরেই চমকে যান তদন্তকারীরা। জানা গিয়েছে ডাকাতের হাতে গ্রেনেড নয়, ছিল অ্যাভোকাডো ফল। যার গড়ন অনেকটা হ্যান্ড গ্রেনেডের মতো। সেই ফলে কালো রং করে হ্যান্ড গ্রেনেডের মতো বানিয়ে ফেলেছিল ওই ডাকাত।এক নজরে দেখে কেউ বুঝতেই পারেনি ওটি ফল না গ্রেনেড।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে ব্যাঙ্ক ডাকাতি সহ একাধিক অভিযোগ দায়ের করে মামলা শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement