প্রতীকী চিত্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতেও এ বার প্যাকেটজাত শুকনো ঘুঁটে মিলছে। প্যাকেটের গায়ে লেখা, ‘ধর্মীয় কাজে ব্যবহারের জন্য’। সম্প্রতি টুইটারে এমনই একটি ছবি ভাইরাল হয়েছে।
এক টুইটার ইউজার ওই ছবি পোস্ট করে দাবি করেছেন, নিউ জার্সির এডিসনের এক শপিং মলে প্যাকেটে বিক্রি হচ্ছে ঘুঁটে। ১০টি ঘুঁটের জন্য দিতে হবে প্রায় তিন ডলার। ভারতীয় মুদ্রায় যাপ্রায় ২১৫ টাকা!
সব্জি মান্ডি নামে একটি কোম্পানি ওই ঘুঁটের প্যাকেট বিক্রি করছে। সেখানে বার কোডের নীচে লেখা ‘প্রোডাক্ট অব ইন্ডিয়া’। সেই সঙ্গে বন্ধনীর মধ্যে কালো অক্ষরে বড় বড় করে লেখা, ‘খাওয়ার জন্য নয়’।
আরও পড়ুন: বিমানে সবার সামনে এ ভাবে 'অন্তর্বাস' শুকালেন মহিলা! ভাইরাল হল ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সেই সঙ্গে শুরু হয়েছে মজার মন্তব্যও। ‘এই ঘুঁটে কী ভাবে ব্যবহার হবে’ বা ‘দেশি গরু না বিদেশি গরুর গোবর থেকে তৈরি এই ঘুঁটে’— তা নিয়ে মজা করতে শুরু করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: শ্লীলতাহানি থেকে উদ্ধার করে সেই কিশোরীকেই ধর্ষণ করল পাঁচ যুবক!
দেখুন সেই টুইট: