USA

বিড়ালকে তাড়া করে গাছে উঠে পড়ল কুকুর, তারপর...

বিড়াল অবশ্য তত ক্ষণে পালিয়ে গিয়েছে। কিন্তু সেখানে উঠেই বিপত্তিতে পড়েছে সে। উপরে উঠে গেলেও নীচে নেমে আসতে পারছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১১:৪৮
Share:

গাছে উঠে বিপত্তিতে কুকুর। ছবি ফেসবুক থেকে নেওয়া।

বিড়াল দেখে তাড়া করতে গিয়েছিল সে। সেই জার্মান শেফার্ডের তাড়া খেয়ে গাছে উঠেছিল বিড়ালটি। নাছোড়বান্দা কুকুর উঠে পড়েছিল গাছেও। বিড়াল অবশ্য তত ক্ষণে পালিয়ে গিয়েছে। কিন্তু সেখানে উঠেই বিপত্তিতে পড়েছে সে। উপরে উঠে গেলেও নীচে নেমে আসতে পারছিল না। কুকুরটিকে নামাতে খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। তার পর সেই দল এসে গাছ থেকে নামিয়ে আনে কুকুরটিকে।

Advertisement

এই ঘটনা গত শনিবার ঘটেছে ক্যালিফোর্নিয়াতে। ল্যাথর্প মানটেকা ফায়ার ডিস্ট্রিক্ট তাদের ফেসবুক পেজে ছবি দিয়ে গোটা ঘটনার কথা জানিয়েছে। তার পরই ভাইরাল হয়েছে সেটি। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ইউজার শেয়ার করেছেন সেই পোস্ট।

ওই পোস্ট করে লেখা হয়েছে, ‘আমরা খুব নিশ্চিত, এর পর বিড়ালকে তাড়া করে গাছে ওঠার আগে দু’বার ভাববে এই জার্মান শেফার্ড।’ দেখুন সেই পোস্ট—

Advertisement

আরও পড়ুন: কুমির ভর্তি নদীতে নিজের শাবককে বাঁচিয়ে নিল সিংহী! দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: বিমানে ‘বন্য জন্তু’র মতো আচরণ মত্ত ব্যক্তির! টেপ দিয়ে বেঁধে রাখলেন সহযাত্রীরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement