মদ খেয়ে ঘুমাচ্ছে হাতি। ছবি টুইটার থেকে সংগৃহীত।
খাবার খুঁজতে বেরিয়ে ভুট্টা থেকে তৈরি মদ খেয়েছে হাতির দল। তার পর চা বাগানের ভিতর আরামে ঘুমাচ্ছে। এ রকমই ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। ভাইরাল হওয়া হাতিদের সেই ছবি নিয়েই রসিকতায় মেতেছেন নেটাগরিকরা।
ডার্কসিড নামের এক রেডিট ব্যবহারকারী সেই ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘করোনা থেকে বাঁচতে মানুষ যখন সোশ্যাল ডিসট্যান্সিং পালনে ব্যস্ত, তখন ইউনান প্রদেশের গ্রামে খাবারের খোঁজে ঢুকে পড়েছে ১৪টি হাতির একটি দল। সেখানে তারা ৩০ কেজি ভূট্টার ওয়াইন খেয়ে ফেলেছে। তার পর চা বাগানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।’’
মদ খেয়ে হাতিদের ঘুমিয়ে পড়া নিয়ে মজায় মেতেছেন নেটদুনিয়া। দেখুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই পোস্ট—
যদিও ওই হাতিগুলির মদ খেয়ে ঘুমিয়ে পড়া নিয়ে দ্বিমত পোষণ করেছেন সেখানকার কিছু স্থানীয় লোকজন। সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রামে ঢুকে ঘর-বাড়ির ক্ষতি করলেও হাতির মদ খাওয়ার ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: করোনা লকডাউনে স্পেনের রাস্তায় দেখা গেল ‘ডাইনোসর’!
আরও পড়ুন: শাহরুখের ছবির গানের সুরে করোনা নিয়ে সচেতনতার বার্তা পাকিস্তানে