বেবি বাম্পেই লুকিয়ে রহস্য। ছবি টুইটার থেকে সংগৃহীত।
স্বামীর সঙ্গে বাসে করে যাচ্ছিলেন এক মহিলা। আর্জেন্টিনা-চিলি বর্ডারের কাছে ভ্যালে দে উকো মেন্ডোজা এলাকায় চেকিংয়ের জন্য বাস আটকান নিরাপত্তারক্ষীরা। বিশাল বেবি বাম্প নিয়ে বাসের আসনেই বসেছিলেন ওই মহিলা। গর্ভবতী বলে চেকিংয়ের হাত থেকে মুক্তি পেতে চাইছিলেন তিনি। কিন্তু তাঁর বিশাল বেবি বাম্প দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। তাঁকে পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ নিরাপত্তাকর্মীদের।
পরীক্ষা করতেই দেখা গেল, ওই মহিলা আদৌ গর্ভবতী নন। ‘বেবি বাম্প’-এর নীচে তিনি নিয়ে যাচ্ছিলেন গাঁজা। প্রায় পাঁচ কেজি গাঁজা ভরা ছিল তাঁর নকল বেবি বাম্পে। গাঁজা পাচারের অভিযোগে স্বামী-স্ত্রী দু’জনকেই গ্রেফতার করেন নিরাপত্তারক্ষীরা।
গত বুধবার ঘটেছে এই ঘটনা। আর ছবি সহ এই ঘটনার কথা বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন, আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ। তার পরই নেটিজেনরা বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছেন। তাঁরা ওই মহিলার নকল বেবি বাম্পকে ডাকছেন ‘নারকো বাম্প’ বলে।
আরও পড়ুন: কুকুরের ‘কথা’ বলা শেখার এই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল
আরও পড়ুন: অনলাইনে মুদি দোকানের জিনিসপত্র অর্ডার করল এই বাঁদর! দেখুন ভিডিয়ো