Viral

অনলাইনে কেনা ওজন কমানোর উপকরণ ব্যবহার করে হাসপাতালে পৌঁছে গেলেন মহিলা

লু-কে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিত্সকদের লু বলেন, তিনি একটি কোল্ড ড্রিংস খাওয়ার স্ট্র গিলে ফেলেছেন। এরপর লু-এর এক্স-রে করানো হয়। সেখানে দেখা যায়, লু-এর পেটে একটি ৩০ সেন্টিমিটার লম্বা নল রয়েছে। যা দেখতে মোটেই কোল্ড ড্রিংস খাওয়ার স্ট্রয়ের মতো নয়।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়ানঝউ, চিন শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ২০:০০
Share:

প্রতীকী চিত্র।

সহজে ওজন কমাতে চেয়েছিলেন। তাই বিজ্ঞাপন দেখে অনলাইনে অর্ডার করেছিলেন একটি উপকরণ। সেটি ব্যবহার করতে গিয়ে শেষে পৌঁছে গেলেন হাসপাতালের বেডে। চিকিত্সকরাও তাঁর শরীর থেকে সেই উপকরণ বের করতে গিয়ে অবাক হয়ে যান।

Advertisement

চিনের গুয়ানঝউয়ের বাসিন্দা বছর বাইশের যুবতি জিয়াও লু। বিজ্ঞাপন দেখে তিনি একটি বমি করার নল অর্ডার করেছিলেন। এ ভাবে বমি করলে নাকি দ্রুত ওজন কমিয়ে ফেলা যায়। সেই মতো তিনি ব্যবহার করতেন নলটি। একদিন সকালেএভাবে বমি করতে করতে হঠাৎ পাইপটি গিলে ফেলেন লু।

লু-কে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিত্সকদের লু বলেন, তিনি একটি কোল্ড ড্রিংস খাওয়ার স্ট্র গিলে ফেলেছেন। এরপর লু-এর এক্স-রে করানো হয়। সেখানে দেখা যায়, লু-এর পেটে একটি ৩০ সেন্টিমিটার লম্বা নল রয়েছে। যা দেখতে মোটেই কোল্ড ড্রিংস খাওয়ার স্ট্রয়ের মতো নয়।

Advertisement

লু-কে ফের এক প্রকার জেরা করেন চিকিত্সকরা। সেখানেই বেরিয়ে আসে, সত্যি। লু বলেন তিনি বমি করার একটি নল গিলে ফেলেছেন। চিকিত্সকরা কয়েক ঘণ্টার চেষ্টায় অবশ্য সেই নল বের করে ফেলেছেন। এখন সুস্থ রয়েছে লু।

বেজিং ফ্রেন্টশিপ হসপিটালের চিকিত্সক ঝ্যাং হ্যানিউ জানিয়েছেন, এভাবে নল ব্যবহার করে ওজন কমাতে গেলে শরীরে অন্য রোগ বাসা বাঁধবে। তাই এই পদ্ধতি থেকে বিরত থাকাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement