গোল্ডফিশের প্রতীকী চিত্র। ছবি-শাটারস্টক।
সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মানুষ চুল কাটে নিজেকে পরিচ্ছন্ন রাখার জন্য। কিন্তু সম্প্রতি একটি গোল্ডফিশের চুল অর্থাৎ মাথার ‘হুড’ কাটা হয়েছে শুধুমাত্র তার জীবন বাঁচানোর জন্য।
দু’বছরের কার্ডিফের ওই গোল্ডফিশের নাম বাবলস। সম্প্রতি দেখা যাচ্ছিল জলের মধ্য ভাসতে ভাসতে বারবার উল্টে যাচ্ছে গোল্ডফিশটি। তার পরই তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবারের লোকজন।
বাবলসকে দেখে চিকিৎসক বলেন, তার মাথায় থাকা লাল রঙের লোমশ অংশ যা, মাছের ‘হুড’ নামে পরিচিত, সেটি অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। তাই স্বাভাবিক চলাফেরার জন্য বাবলসের হুডটি কেটে ফেলা প্রয়োজন। তার পরই সেটি কেটে ফেলা হয়। যার জেরে সমস্যা থেকে মুক্তি পায় বাবলস। পোষ্যদের চিকিৎসক সোফি জেনকিন্স ব্রিটেনের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হুড কেটে ফেলার প্রক্রিয়াটি এমন ভাবেই করা হয়েছে যাতে পরবর্তীকালে আর কোনও সমস্যা না হয়।
যদিও ব্রিটেনে কোনও মাছের অপারেশন এই প্রথম নয়। এর আগে মলি ফিশ নামের একটি মাছের অপারেশন করে বাদ দেওয়া হয়েছিল টিউমার।
আরও পড়ুন: টিভি সঞ্চালককে কামড়ে ধরেছে ছ’ফুটের পাইথন! দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
আরও পড়ুন: সেকেন্ডে সেকেন্ডে দেহের রং পাল্টাচ্ছে এই ঘুমন্ত অক্টোপাস!