Vijay Mallya

আইনি জট না কাটলে মাল্যকে প্রত্যর্পণ করা যাবে না, জানাল ব্রিটিশ হাই কমিশন

ব্রিটেনের প্রত্যর্পণ আইন বলছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশের ২৮ দিনের মঘ্যে কোনও ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ১৭:৪১
Share:

বিজয় মাল্য। ফাইল চিত্র।

আইনি বিষয়ের সমাধান না হলে প্রত্যর্পণ করা যাবে না বিজয় মাল্যকে। এটানটাই জানিয়ে দিল ব্রিটিশ হাইকমিশন। ফলে মাল্যর প্রত্যর্পণের বিষয়টি আপাতত ঝুলেই রইল।

লন্ডন হাইকোর্ট মাল্যর প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। গত মাসে মাল্যর আবেদন খারিজ হয়ে যায়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টেও আবেদন করতে পারবেন না মাল্য। ফলে প্রত্যর্পণের বিষয় নিয়ে আইনি একটা জট তৈরি হয়। বৃহস্পতিবার ব্রিটিশ হাই কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আইনি জট না কাটলে মাল্যকে প্রত্যর্পণ করা যাবে না।

হাই কমিশনের এক মুখপাত্র বলেন, “ব্রিটেনের আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে প্রত্যর্পণ করা যায় না যত ক্ষণ না পুরো আইনি বিষয়ের সমাধান হবে। বিজয় মাল্যর বিষয়টি গোপনীয়। সবিস্তার কোনও কিছু প্রকাশ করা যাবে না।” তিনি আরও বলেন, “এখনই এটা বলা সম্ভব নয়, সমস্যাটা মিটতে কত দিন সময় লাগবে। তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছি।”

Advertisement

আরও পড়ুন: ওয়াশিংটনে সেই রাতে প্রতিবাদীদের আশ্রয় দিয়ে ‘হিরো’ ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

ব্রিটেনের প্রত্যর্পণ আইন বলছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশের ২৮ দিনের মঘ্যে কোনও ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হবে। কিন্তু সেই ব্যক্তি যদি আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থনা করেন, তা হলে সে ক্ষেত্রে তাঁকে শরণার্থী হিসেবে দেখা হতেও পারে। ফলে প্রত্যর্পণের বিষয়টি অনেকটাই মন্থর হয়ে যায়।

তবে মাল্য এই আবেদন করেছেন কি না, সেটা স্পষ্ট নয় বলেই জানিয়েছে সিবিআইয়ের এক সূত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement