ইউকো ব্যাঙ্ক। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। বুধবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। জানানো হয়েছে, ব্যাঙ্কে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ হবে। নিযুক্তদের কর্মস্থল হবে ব্যাঙ্কের সদর দফতর অর্থাৎ কলকাতা বা মুম্বইয়ে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
ব্যাঙ্কে নিয়োগ হবে ট্রেজ়ারি অ্যাডভাইসর, চিফ রিস্ক অফিসার (সিআরও), চিফ টেকনোলজি অফিসার এবং কোম্পানি সেক্রেটারি পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে চারটি। ট্রেজ়ারি অ্যাডভাইসর পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। অন্য দিকে, বাকি পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। এর পর শর্তসাপেক্ষে এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
ট্রেজ়ারি অ্যাডভাইসর পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৬৫ বছর। চিফ রিস্ক অফিসার (সিআরও) এবং চিফ টেকনোলজি অফিসার পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ৪০ থেকে ৫৭ বছরের মধ্যে। অন্য দিকে, কোম্পানি সেক্রেটারি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫৫ বছরের মধ্যে হওয়া জরুরি। নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ মূল বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়নি।
সমস্ত পদমর্যাদার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
বিভিন্ন পদের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১০০ এবং ৮০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ২ মে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।