বাগানের কাজে সাহায্য করছে পোষ্য। ছবি: টুইটার থেকে নেওয়া।
কুকুর মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধুদের একটি। খবরের কাগজ বারান্দা থেকে নিয়ে আসার মতো ছোটখাটো কাজও করে দেয় তারা। কিন্তু বাগান করতে গিয়ে কখনও পোষ্যটির সাহায্য পেয়েছেন কি? আপনি হয়তো এ ভাবে ভেবে দেখেননি, না হলে আপনিও বাড়ির কুকুরটিকে বাগানের কাজে লাগাতে পারেন।
এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাগানের কাজে গাছ লাগাতে গর্ত খুঁড়ে সাহায্য করছে এক পোষ্য। ভিডিয়োটি পোস্ট হয়েছে ‘ওয়েলকাম টু নেচার’ নামে একটি টুইটার হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি ছোট গাছ লাগানোর চেষ্টা করছেন। আর তাঁর পোষা কুকুর তাঁকে সেই কাজে সাহায্য করছে।
গাছ লাগানোর জন্য প্রথমে একটি জায়গা নির্দিষ্ট করে দেন ওই ব্যক্তি। এবার সেই জায়গায় কুকুরটি সামনের পা দু’টি দিয়ে দ্রুত গর্ত খুঁড়ে দেয়। গর্ত খোঁড়ার ব্যাপারে এতটাই উৎসাহ যে শেষ পর্যন্ত মাটি খোঁড়া থেকে আটকাতে হয় কুকুরটিকে। সেই গর্তেই গাছটি লাগিয়ে দেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: প্রায় দু’টি ফুটবল মাঠের সমান একটি ছবি, বিশ্বের সব থেকে বড় এই ছবির ভবিষ্যৎ কী দেখুন
আরও পড়ুন: রাতের অন্ধকারে আকাশ চিরে বুর্জ খালিফায় ফুটে উঠল...
আর এমন একটি ভিডিয়ো ভাইরাল হতে স্বভাবিক ভাবেই সময় নেয়নি। ১৭ অগস্ট ভিডিয়োটি পোস্ট হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় ৭৫ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক ও শেয়ার।
দেখুন সেই ভিডিয়ো: