মার্কিন কংগ্রেসে কাশ্মীর-শুনানি ফাঁকা

কমিশনের সামনে বক্তব্য পেশ করে ভারতের হয়ে দরাজ গলায় সওয়াল করেছেন কাশ্মীরের বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক সুনন্দা বশিষ্ঠ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০৩:৫০
Share:

২৭০ অনুচ্ছেদ রদের পর কাশ্মীরের নিরাপত্তা। —ফাইল চিত্র

জমল না জম্মু ও কাশ্মীর নিয়ে ওয়াশিংটনে মানবাধিকার বিষয়ক মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিশনের শুনানি। প্যানেলের ৮৪ জন সদস্যের মধ্যে শুনানির জন্য উপস্থিত ছিলেন মাত্র চার জন। উপত্যকা থেকে ৩৭০ প্রত্যাহার করার পর এই সংক্রান্ত যে প্রথম শুনানিটি হয় সেখানে জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে কড়া ভাবে সমালোচিত হয়েছিল মোদী সরকার।

Advertisement

সূত্রের খবর, আজকের শুনানিতে রিপাবলিকানরা যোগ দিতে অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, কমিশনটি পক্ষপাতদুষ্ট এবং এর কোনও বিশ্বাসযোগ্যতা নেই। রিপাবলিকানদের একমাত্র প্রতিনিধি ক্রিস্টোফার এইচ স্মিথ জানিয়েছেন কাশ্মীর ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। ওই অঞ্চলে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত রয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কমিশনের সামনে বক্তব্য পেশ করে ভারতের হয়ে দরাজ গলায় সওয়াল করেছেন কাশ্মীরের বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক সুনন্দা বশিষ্ঠ। তাঁর কথায়, ‘‘কাশ্মীর ছাড়া ভারত হয় না। ভারত ছাড়া কাশ্মীর হয় না। বিষয়টিকে এ ভাবেই দেখা উচিত। এ কথা আমি জোর গলায় বলতে চাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement