Omicron

Soumya Swaminathan: ওমিক্রনের বিরুদ্ধে এখনও কার্যকর টিকাগুলি, দাবি হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যার

হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেছেন যে, টিকাগুলি এখনও পর্যন্ত কার্যকর বলেই প্রমাণিত হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৫:০৩
Share:

সৌম্যা স্বামীনাথন ফাইল চিত্র ।

বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে‌ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। সংক্রামিত হচ্ছে টিকাপ্রাপ্ত এবং টিকাবিহীন উভয়েই। এই বিষয়েই জোর দিয়ে, হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেছেন যে, টিকাগুলি এখনও পর্যন্ত কার্যকর বলেই প্রমাণিত হচ্ছে।

Advertisement

কারণ অনেক দেশে আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়লেও, রোগের তীব্রতা সেই পরিমাণে বৃদ্ধি পায়নি।

বুধবার একটি টুইট বার্তায় স্বামীনাথন লেখেন, ‘‘ওমিক্রনের বিরুদ্ধে ‘টি’ কোষের প্রতিরোধ ক্ষমতা আরও ভালভাবে দেখা দিচ্ছে। এমনটাই প্রত্যাশা করা হয়েছিল। এই প্রতিরোধ ক্ষমতা আমাদের রক্ষা করবে। টিকা না নেওয়া থাকলে দয়া করে টিকা নিন।’’ কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকার কার্যকারিতার কারণ ব্যাখ্যা করে, স্বামীনাথন বলেন, বিভিন্ন টিকার ক্ষেত্রে কার্যকারিতা কিছুটা পরিবর্তিত হয়।

Advertisement

জরুরি ব্যবহারের জন্য হু স্বীকৃত টিকাগুলির বেশিরভাগই ডেল্টা রূপে আক্রান্তদের রক্ষা করছে এবং মৃত্যুর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করেছে বলেও তিনি উল্লেখ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement