26/11 Case Trial Records

তাহাউরের প্রত্যর্পণ প্রায় নিশ্চিত! ২৬/১১ মামলার বিচারের নথি মুম্বই থেকে চেয়ে পাঠাল দিল্লির কোর্ট

মুম্বইয়ের আদালত থেকে ২৬/১১ জঙ্গি হামলার বিচার সংক্রান্ত নথি চেয়ে পাঠাল দিল্লির আদালত। তদন্তকারী সংস্থা এনআইএ-র আবেদনের ভিত্তিতে ওই নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। সম্প্রতি মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর রানাকে দেশে ফেরানোর প্রক্রিয়াতেও গতি আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৮
Share:
(বাঁ দিকে) তাহাউর রানা এবং ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে জঙ্গি হামলার দৃশ্য (ডান দিকে)।

(বাঁ দিকে) তাহাউর রানা এবং ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে জঙ্গি হামলার দৃশ্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতের কাছে প্রত্যর্পণ করতে চলেছে আমেরিকা। এরই মধ্যে দিল্লির জেলা আদালত ২৬/১১ মামলার বিচারের নথি চেয়ে পাঠাল মুম্বইয়ের আদালত থেকে। দিল্লির জেলা আদালতের বিচারক বিমলকুমার যাদব সম্প্রতি মুম্বই আদালতের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ওই সংক্রান্ত মামলার বিচারের নথি দিল্লির আদালতে পাঠানোর জন্য।

Advertisement

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলা সংক্রান্ত মামলার বিচার সংক্রান্ত নথিপত্র প্রথমে মুম্বইয়ের এক আদালতে জমা করা হয়। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সম্প্রতি মুম্বই থেকে নথিগুলি নিয়ে আসার জন্য আবেদন জানায় দিল্লির আদালতে। ওই আবেদনের প্রেক্ষিতেই মুম্বই থেকে মামলার বিচার সংক্রান্ত নথিগুলি দিল্লির আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তাহাউরকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার জন্য অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। আমেরিকার প্রশাসনও চাইছিল তাহাউরকে ভারতে ফিরিয়ে দিতে। কিন্তু আইনি মারপ্যাঁচে বার বার সেই প্রক্রিয়া এড়ানোর চেষ্টা করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ওই কানাডিয়ান ব্যবসায়ী। তবে আমেরিকার সুপ্রিম কোর্ট ইতিমধ্যে তাহাউরকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুমতি দিয়েছে। ফলে তাহাউরকে ভারতে প্রত্যর্পণের মাঝে আর কোনও আইনি বাধা নেই আমেরিকার প্রশাসনের কাছে। সম্প্রতি এনআইএ আধিকারিকদের এক প্রতিনিধিদল আমেরিকা থেকে ঘুরে এসেছে। তাহাউরের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে ওই সময়ে।

Advertisement

২০০৮ সালের নভেম্বর মাসের ওই জঙ্গি হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছরের ২৬ নভেম্বর মুম্বই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন ছ’জন মার্কিন নাগরিকও। ওই হামলায় যোগ পাওয়া গিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার। দোষী প্রমাণিত হয়েছেন তিনি। বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি জেলে বন্দি রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement