Madhya Pradesh Rape

যৌনাঙ্গে ২৮টি সেলাই! মধ্যপ্রদেশে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পাঁচ বছরের ‘ধর্ষিতা’

গত ২৩ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা ওই খুদে। প্রায় দু’ঘণ্টা পর পাড়ারই এক বাড়ির বারান্দায় তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। মাথায় গুরুতর চোটের পাশাপাশি সারা শরীরে ও যৌনাঙ্গে ছিল অসংখ্য আঁচড়, কামড়ের চিহ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৬
Share:
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

মধ্যপ্রদেশে পাঁচ বছরের শিশুকে নৃশংস ভাবে ধর্ষণ করল ১৭ বছরের এক কিশোর! শরীরে অজস্র ক্ষত, মাথায় গুরুতর আঘাত এবং যৌনাঙ্গে ২৮টি সেলাই নিয়ে শিশুটি গ্বালিয়রের হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনা শুনে শিউরে উঠছেন অনেকেই। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত কিশোরকেও গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা ওই খুদে। প্রায় দু’ঘণ্টা পর পাড়ারই এক বাড়ির বারান্দায় তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। মাথায় গুরুতর চোটের পাশাপাশি সারা শরীরে ও যৌনাঙ্গে ছিল অসংখ্য আঁচড়, কামড়ের চিহ্ন। মনে করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটির মাথা একাধিক বার দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছিল। উদ্ধারের পর তাকে তড়িঘড়ি গ্বালিয়রের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় দু’ঘণ্টার অস্ত্রোপচারের পর কোনও মতে স্থিতিশীল অবস্থায় ফেরানো যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির যৌনাঙ্গে অন্তত ২৮টি সেলাই পড়েছে। এ ছাড়া, যৌনাঙ্গে বলপূর্বক কোনও রডজাতীয় বস্তু ঢোকানো হয়েছিল। যে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কোলোন। সে জন্যও অস্ত্রোপচারের প্রয়োজন।

পুলিশের অনুমান, অভিযুক্ত সে সময় মত্ত অবস্থায় ছিল। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কিশোরের কঠোর শাস্তি চেয়েছে শিশুটির পরিবার। দোষীর শাস্তির দাবিতে স্থানীয় মানুষজন এলাকায় দফায় দফায় বিক্ষোভও দেখিয়েছেন। রাজনৈতিক বিভেদ ভুলে একযোগে সরব হয়েছে এলাকার বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। ফাস্ট ট্র্যাক আদালত গড়ে দ্রুত বিচারপ্রক্রিয়া শুরুর দাবিতে জেলাপ্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement