থাবা বসাচ্ছে ওমিক্রন ছবি: পিটিআই
দিল্লির এমন ব্যক্তিরাও করোনার ওমিক্রন রূপে আক্রান্ত হচ্ছেন, যাঁরা সম্প্রতি কোথাও ভ্রমণ করেননি। অর্থাত্ ধীরে ধীরে ওমিক্রন গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার এমনটাই জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। জৈন আরও বলেন যে, রাজধানীতে গত একদিনে ১১৫টি নমুনার মধ্যে ৪৬টিতে ওমিক্রন রূপের দেখা মিলেছে। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সর্বাধিক।
এখনও পর্যন্ত দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৬৩।
ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত ১৩,১৫৪। একইসঙ্গে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২,৪০২। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৮০,৮৬০।
বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে ২৬৩ এবং মহারাষ্ট্রে ২৫২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এরই পাশাপাশি দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬১ জন। ওমিক্রন থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২০ জন।