bizarre

প্রেমিক চলে গিয়েছে, নিজেই নিজেকে বিয়ে করলেন ইনি

নিজের প্রতি ভালবাসা ব্যক্ত করতেই এই কাজ বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ১২:০৫
Share:

মেগ টেলর মরিসন। ছবি— টুইটার।

৩৫ বছরের মেগ টেলর মরিসন। থাকেন আমেরিকার আটলান্টায়। কিছু আগে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। কিন্তু তা বলে হতাশায় ভেঙে পড়েননি তিনি। নিজের প্রতি ভালবাসা যাচাই করার সুযোগও বোধহয় এসেছিল তাঁর সামনে। তা করতে গিয়ে নিজেই নিজেকে বিয়ে করেছেন মরিসন।

Advertisement

তবে প্রেমে ভেঙে যাওয়ায় নিজেকে আশ্বাস দিতে বা প্রেমিকের জায়গা পূরণ করতে এই কাজ করেননি বলে জানিয়েছেন মরিসন। নিজের প্রতি ভালবাসা ব্যক্ত করতেই এই কাজ বলে জানিয়েছেন তিনি। নিজেকে নিজের করা বিয়েতে আমন্ত্রিত ছিলেন অতিথিরা। এই বিয়েতে মরিসনের খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা।

কারুকার্য করা বিয়ের পোশাক পরেছিলেন তিনি। নিজেই কেটেছেন বিয়ের কেক। বিয়ের স্মৃতি হিসাবে নিজেই নিজেকে পরিয়েছেন হিরের আংটি। আর সামনে আয়না ধরে নিজেকেই করেছেন চুম্বন। নিজেকে নিজের বিয়ে করার ঘটনা এই প্রথম নয় এর আগে ব্রাজিলের এক ব্যক্তি ধূমধাম করে নিজেকে বিয়ে করেছিলেন।

Advertisement

নিজেকেই আয়নায় চুম্বন করছেন মেগ টেলর মরিসন। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement