Joe Biden

পাতা উল্টে দেখার সময় এসেছে, ট্রাম্পকে বিঁধে তোপ বাইডেনের

সোমবার স্পষ্ট হয়ে যায়, ৩০৬টি ইসি বাইডেনের পক্ষে। অন্যদিকে বহু আইনি লড়াইয়ের পরেও ট্রাম্পের ঝুলিতে মাত্র ২৩২টি ইসি।

Advertisement

সংবাদ সংস্থা

ডেলাওয়্যার শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০৯:১১
Share:

জো বাইডেন। ফাইল চিত্র।

বহু দিন আগেই দেশে গণতন্ত্রের শিখা জ্বালানো হয়েছিল। অতিমারি বা ক্ষমতার অপব্যবহার সেই শিখাকে নিভিয়ে দিতে পারবে না। সোমবার দেশের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ের রাস্তা আরও পাকা হওয়ার পর বললেন জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আদালত অবধি যাওয়ায় ট্রাম্পকে কড়া আক্রমণে বিদ্ধ করেছেন বাইডেন।

Advertisement

সোমবারই স্পষ্ট হয়ে যায়, ৩০৬টি ইলেক্টোরাল কলেজ (ইসি) গিয়েছে বাইডেনের পক্ষে। অন্যদিকে বহু আইনি লড়াইয়ের পরেও ট্রাম্পের ঝুলিতে মাত্র ২৩২টি ইসি। এর পর রাতে জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাইডেন বলেন, ‘‘আইনের শাসন, সংবিধান এবং জনগণের ইচ্ছা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।’’ ভোটের ফলাফল নিয়ে ট্রাম্প এবং তাঁর সহযোগীদের আদালতে দৌড়ন নিয়েও মন্তব্য করেছেন বাইডেন। তাঁর মতে, ‘‘এমন আপ্রাণ চেষ্টা আগে দেখা যায়নি। ধন্যবাদ যে সুপ্রিম কোর্ট ওই আবেদন বাতিল করে দিয়েছে।’’ ট্রাম্পের ওই দাবি ‘ভিত্তিহীন’ বলেও উড়িয়ে দিয়েছেন তিনি।

ট্রাম্প প্রশাসনকে বিঁধেই বাইডেন সোমবার দেশবাসীর কাছে আহ্বান জানান, ‘‘এখন পাতা উল্টে দেখার সময় এসে গিয়েছে। এটা হল ঐক্যের এবং ক্ষত মেরামত করার সময়। এই যুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।’’

Advertisement

আরও খবর: নিউ ইয়র্কে গুলি, নিহত বন্দুকবাজ

আরও খবর: পুরো একদিন গুগল না থাকলে কী হবে? ভেবে দেখেছেন!

একই সঙ্গে ক্ষমতায় বসলে করোনার মতো অতিমারিকেই যে প্রধানত গুরুত্ব দেওয়া হবে তা এ দিন আরও এক বার স্পষ্ট করে দিয়েছেন বাইডেন। তাঁর মূল নজর করোনার টিকাকরণ এবং দেশের অর্থনীতির দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement