শেষ মুহূর্তে কে জিতবেন, চূড়ান্ত ফলের অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন।
ঘোষিত রাজ্যগুলির বিচারে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। কিন্তু তা বলে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনা নেই, এমন পরিস্থিতি তৈরি হয়নি। বরং শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বাইডেনের এগিয়ে যাওয়ার ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠেছে উইসকনসিন এবং মিশিগানের ফল। মিশিগানের ১৬ এবং উইসকনসিনের ১০ মিলিয়ে এই দুই রাজ্যের মোট ইলেক্টরাল ভোট ২৬। এই ২৬টি ভোট ট্রাম্পের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অর্থ প্রকৃতপক্ষে ট্রাম্পের ৫২টি আসন কমে যাওয়া। অর্থাৎ রিপাবলিকানরা জিতলে ২৬ আসন ট্রাম্পের মোট আসনের সঙ্গে যোগ হত। উল্টো দিকে বিয়োগ হত বাইডেনের মোট আসন থেকে।
কিন্তু এখনও যে রাজ্যগুলি গণনা বাকি, সেখানে বড় রাজ্য এবং বেশিরভাগেই এগিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। তার মধ্যে রয়েছে বিশেষ করে উল্লেখযোগ্য পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়া। এই তিন রাজ্যের মোট ইলেক্টরাল কলেজ ভোটের সংখ্যা ৫১। যদিও প্রাপ্ত ভোটের শতাংশের হিসেবে দু’জনেই খুব কাছাকাছি। তবে প্রবণতা বজায় থাকলে জয়ের কাছাকাছি চলে আসবেন ট্রাম্পও। এ ছাড়া আলাস্কায় ভোট গণনার হার কম হলেও বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এই রাজ্যে আসন সংখ্যা তিন। ফলে কার্যত সুতোয় ঝুলছে দু’জনের ভাগ্য।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
আরও পড়ুন: জয়ের কাছাকাছি বাইডেন, হাল ছাড়তে রাজি নয় ট্রাম্প শিবির
আরও পড়ুন: লাইভ: উইসকনসিনও জিতলেন বাইডেন, পেনসিলভেনিয়া-জর্জিয়ায় জোর টক্কর
ইলেক্টরাল ভোটের নিরিখে কোন রাজ্য কোন দলের দখলে, এই বিচার করতে বসলেও কিন্তু হিসেবটা প্রায় অর্ধেক অর্ধেক। সবচেয়ে বড় রাজ্য ক্যালিফোর্নিয়ার ৫৫টি আসন বরাবরই ডেমোক্র্যাটদের দখলে থাকে। এ বারও ব্যতিক্রম হয়নি। মিশিগান ও উইসকনসিন ছাড়া ভোটের প্রবণতায় পরিবর্তন প্রায় নেই বললেই চলে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান— দুই দলই নিজেদের ঘাঁটি ধরে রাখতে পেরেছে।