US Navy

US Navy: যেন ভয়ঙ্কর জলদানব! অতলান্তিকে ১৮ হাজার কেজির বোমা ফাটাল আমেরিকা

১৮ হাজার কেজির বোমা ফাটলে তার তীব্রতা কতটা ভয়ানক হতে পারে, সেই দৃশ্যই ধরা পড়েছে আমেরিকার নৌবাহিনীর ক্যামেরায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৪:৫৮
Share:

ছবি সৌজন্য আমেরিকার নৌবাহিনী।

যদি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তা হলে তা মোকাবিলা করতে কি নৌবাহিনী প্রস্তুত? সম্প্রতি এই শক্তিই পরীক্ষা করে দেখল আমেরিকা।

Advertisement

অতলান্তিক মহাসাগরে অতলে ১৮ হাজার কেজির বোমা ফাটিয়ে সেই মহড়াই সম্পূর্ণ করল আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ জেরাল্ড আর ফোর্ড(সিভিএন ৭৮)। এক বিবৃতি জারি করে আমেরিকার নৌবাহিনী জানিয়েছে, পূর্ব উপকূলে এই শক্তি পরীক্ষা করা হয়েছে। তবে সামুদ্রিক জীবন এবং পরিবেশের কথা মাথায় রেখে সব সুরক্ষা নিয়েই এই শক্তি পরীক্ষা করা হয়েছে।

১৮ হাজার কেজির বোমা ফাটলে তার তীব্রতা কতটা ভয়ানক হতে পারে, সেই দৃশ্যই ধরা পড়েছে আমেরিকার নৌবাহিনীর ক্যামেরায়। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই বোমা শত্রুপক্ষের শিবিরে কতটা অভিঘাত আনতে পারে, এই দৃশ্য থেকেই তা আন্দাজ করে নিতে পারবেন যে কেউ।

Advertisement

এর আগে এই ধরনের মহড়া চালানো হয়েছিল ২০০৮ সালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement