প্রতীকী ছবি।
করোনা-সংক্রমিতের সংখ্যা ৬০ লক্ষ ছাড়াল আমেরিকায়। গোটা বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ। এর মধ্যেই হাওয়ায় ভাসছে খবর, রাশিয়া, চিনের সমালোচনা করলেও তাদের পথে হাঁটতে চলেছে আমেরিকা। তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই সম্ভাব্য প্রতিষেধকটিকে ছাড়পত্র দিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
গোটা বিশ্বেই জুলাই থেকে সংক্রমণের গতি আরও ভয়াবহ চেহারা নিয়েছে। গড়ে প্রতি চার দিনে বিশ্বে ১০ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন।
রবিবার ‘ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর প্রধান স্টিফেন হানের একটি সাক্ষাৎকারে ইঙ্গিত মেলে, জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে তৃতীয় ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই সম্ভাব্য প্রতিষেধককে ছাড়পত্র দেওয়ার কথা ভাবা হচ্ছে। তিনি জানান, প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে এই প্রস্তাব এসেছে।