Monkeypox

Covid-Monkeypox: জোড়া ভাইরাসের থাবা! এই প্রথম একইসঙ্গে কোভিড, মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন এক ব্যক্তি

একসঙ্গে করোনাভাইরাস ও মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা। এই প্রথম এ ধরনের ঘটনা প্রকাশ্যে এল।

Advertisement

সংবাদ সংস্থা

ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ০৭:৫৩
Share:

প্রতীকী ছবি।

করোনাভাইরাসের কামড় এখনও জারি রয়েছে। এর মধ্যেই থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। জোড়া ভাইরাসের দাপাদাপিতে উদ্বেগের আবহ বিশ্বের নানা প্রান্তে। এই প্রেক্ষাপটে এ বার এক সঙ্গে কোভিড ও মাঙ্কিপক্সে সংক্রমিত হলেন এক ব্যক্তি। এই প্রথম এ ধরনের ঘটনা প্রকাশ্যে এল।

Advertisement

জানা গিয়েছে, মিচো থম্পসন নামে ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দার দেহে একই সঙ্গে কোভিড ও মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গিয়েছে। জুন মাসের শেষে ওই ব্যক্তি করোনায় সংক্রমিত হন। ক’দিন বাদেই ওই ব্যক্তি লক্ষ করেন, তাঁর পিঠ, পা, ঘাড়ে ক্ষতচিহ্ন রয়েছে। পরীক্ষা করার পর চিকিৎসকরা জানান, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, করোনা অতিমারি পরিস্থিতি সামান্য থিতু হলেও এখনও বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসের উপপ্রজাতির সংক্রমণ ঘটছে। তার ফলে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কোথাও কোথাও আবারও বাড়ছে। যদিও প্রতিষেধক প্রয়োগের ফলে মৃত্যুর হার অনেকটাই কমেছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।

Advertisement

অন্য দিকে, মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement